AFC Asian Cup Qualifiers 2022: মাঠে নামার আগেই বাগযুদ্ধে ভারত-আফগান কোচ
আফগান কোচের হুঁশিয়ারি শুনে চুপ নেই ইগর স্টিম্যাচও। সুনীলদের হেডস্যার বলেন, 'উনি হয়তো আমাদের এই ম্যাচটা দেখেননি। ঠিক আছে, কোনও অসুবিধে নেই। শনিবার সামনে থেকে দেখে নেবেন।' বলাই বাহুল্য, দুই কোচের বাগযুদ্ধে এখন থেকেই ম্যাচের পারদ চড়তে শুরু করে দিল।
কলকাতা: এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) কোয়ালিফায়ারে শনিবার ভারতের (India) সামনে আফগানিস্তান। কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ব্লু টাইগার্স। তবে আফগানিস্তান ম্যাচের পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিল। সুপার স্যাটারডে-তে সমর্থকদের মাঠ ভরানোর আর্জি জানিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। ফুটবল পাগল জনতাও তৈরি শনি রাতে যুবভারতী ভরাতে। তবে মাঠে নামার আগেই মাঠের বাইরে বাগযুদ্ধ শুরু হয়ে গেল। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের প্রথম ম্যাচেই হংকংয়ের কাছে হারতে হয়েছে আফগানিস্তানকে। তবু আফগান কোচ আনাউশ দাস্তগির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। হংকং ম্যাচের পরই সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের কোচ বলেছেন, ‘গত দুটো সাক্ষাতে ভারত অত্যন্ত ভাগ্যবান ছিল। তাই হেরে ফেরেনি।’ ২০১৯ আর ২০২১ সালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলে ভারত। দুটো ম্যাচই শেষ হয় ১-১ অমীমাংসিত ভাবে।
আফগান কোচের হুঁশিয়ারি শুনে চুপ নেই ইগর স্টিম্যাচও। সুনীলদের হেডস্যার বলেন, ‘উনি হয়তো আমাদের এই ম্যাচটা দেখেননি। ঠিক আছে, কোনও অসুবিধে নেই। শনিবার সামনে থেকে দেখে নেবেন।’ বলাই বাহুল্য, দুই কোচের বাগযুদ্ধে এখন থেকেই ম্যাচের পারদ চড়তে শুরু করে দিল।
কম্বোডিয়াকে হারালেও খুশি নন ভারতের ক্রোট কোচ। তাঁর মতে, ম্যাচের ফল ৪-০ হতে পারত। সুনীল ছেত্রী ছাড়া বাকি ফুটবলারদের পা থেকে গোল আসছে না। সেটাও ভাবাচ্ছে ভারতীয় দলের কোচকে। প্রচন্ড গরম আর আর্দ্রতাই ভোগাচ্ছে আফগানিস্তান দলকে। বেশ কয়েকজন ফুটবলার ইউরোপের ক্লাবে খেলেন। তবে শনিবার সন্ধেবেলায় ম্যাচ হওয়ায় মরণ কামড় বসাতে চাইবে আফগানরা। মাঠে নামার আগেই মাঠের বাইরে যে উত্তাপ চড়তে শুরু করে দিল, তা বলার অপেক্ষা রাখে না।