ফিফা ব়্যাঙ্কিংয়ে নিজেদের স্থান ধরে রাখল ভারত

May 27, 2021 | 7:31 PM

বিশ্বকাপের বাছাই পর্বে নামার আগে স্বস্তি সুনীল ছেত্রীদের। ফিফা (FIFA) ক্রমতালিকায় ১০৫ নম্বরেই থাকল ভারতীয় ফুটবল দল।

ফিফা ব়্যাঙ্কিংয়ে নিজেদের স্থান ধরে রাখল ভারত
ফাইল চিত্র

Follow Us

জুরিখ: বিশ্বকাপের বাছাই পর্বে নামার আগে স্বস্তি সুনীল ছেত্রীদের। ফিফা (FIFA) ক্রমতালিকায় ১০৫ নম্বরেই থাকল ভারতীয় ফুটবল দল। দোহায় আগেই পৌঁছে গিয়েছেন সুনীল-মনবীররা। অনুশীলনও শুরু করে দিয়েছে ইগর স্টিম্যাচের (Igor Stimac) দল। এশিয়ার দলগুলির মধ্যে শীর্ষে জাপান (Japan) (২৮)। দ্বিতীয় স্থানে ইরান (৩১)। ভারত (India) রয়েছে ঊনিশ নম্বরে।

ফিফা ব়়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল বেলজিয়াম (Belgium)। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স (France)। তারপর ব্রাজিল, ইংল্যান্ড আর পর্তুগাল। ৬ নম্বরে আছে স্পেন। ৮ নম্বরে আছে লিওনেল মেসির আর্জেন্তিনা। প্রথম দশে নেই জার্মানি। ১২ নম্বরে রয়েছে তারা। ফিফা ক্রমতালিকায় ২১০ দলের মধ্যে একমাত্র ব়্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাহরিন। এখন ৯৮ নম্বরে রয়েছে বাহরিন। ইউক্রেনের ফিফা ক্রমতালিকা (২৪ নম্বর) না বদলালেও ব়্যাঙ্কিং পয়েন্ট কিছুটা কমেছে তাদের।

মেয়েদের ফুটবলে (Women’s Football) চার ধাপ নেমেছে ভারত। ৫৭ নম্বরে রয়েছে ভারতীয় মহিলা ফুটবল দল। শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং সুইডেন।

আরও পড়ুন: সাগর খুনের দিন চার গুণ্ডাকে ডেকে এনেছিলেন সুশীল

Next Article