আজ সাফ অভিযান শুরু সুনীলদের, প্রতিপক্ষ বাংলাদেশ

ভারতীয় দলের কোচ আগেই জানিয়েছেন, বিশেষ কোনও পরিকল্পনা নিয়ে তিনি খেলতে চান না। পরিস্থিতির ওপর নির্ভর করবে তাঁর পরিকল্পনা। লক্ষ্য তিন পয়েন্টে।

আজ সাফ অভিযান শুরু সুনীলদের, প্রতিপক্ষ বাংলাদেশ
আজ সাফ অভিযান শুরু সুনীলদের, প্রতিপক্ষ বাংলাদেশ

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 04, 2021 | 9:05 AM

মালে: আজ সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Cahmpionship) অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশে (Bangladesh)। ৭ জুন বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। দোহায় হওয়া সেই ম্যাচে ভারত জিতেছিল ২-০ গোলে। টিম ইন্ডিয়ার (India) হয়ে জোড়া গোল করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সেই আত্মবিশ্বাস ভারতীয় দলের সঙ্গেই থাকার কথা। কিন্তু অতীতের কোনও প্রভাব সাফ কাপে সঙ্গে নিয়ে নামতে চান না ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)।

ভারতীয় দলের কোচ আগেই জানিয়েছেন, বিশেষ কোনও পরিকল্পনা নিয়ে তিনি খেলতে চান না। পরিস্থিতির ওপর নির্ভর করবে তাঁর পরিকল্পনা। লক্ষ্য তিন পয়েন্টে। ভারতীয় দলের ক্রোট কোচ জানিয়েছেন, “আমরা সেই স্টাইলে খেলব যেটা আমাদের পক্ষে ফলাফল এনে দেবে। ফুটবলারদের দায়িত্ব বোঝানো আছে। প্রতিপক্ষ সম্পর্কে সব তথ্য দেওয়া আছে ফুটবলারদের। চার দিন আগে এখানে এসেছি আমরা। আর্টিফিসিয়াল ট্রাফ এবং ঘাসের টার্ফ দুটোতেই অনুশীলন হয়েছে। প্লেয়াররা জানে তাদের থেকে আমি কি চাই এবং তাদের দায়িত্ব কি। তাই আমি আত্মবিশ্বাসী টুর্নামেন্টে ভালো ফল করবে দল। কেউ চাপে নেই। সবাই সাফ কাপ উপোভগ করবে।”

বাংলাদেশ প্রথম ম্যাচে হারিয়েছে আয়োজন মালদ্বীপকে (Maldives)। আপাতত গ্রুপ লিগ পর্বের শীর্ষে আছে তারা। প্রতিপক্ষকে ভালই চেননে সুনীলরা। সেটাই যাতে কোনও ভাবে দলের খেলায় প্রভাব না ফেলে সেদিকেই নজর স্টিমাচের। বলেছেন,”বাংলাদেশ চেনা প্রতিপক্ষ। কিন্তু আমারা ওদের সম্মান করি। আর শুরু বাংলাদেশই নয়, সবকটা দলকেই সম্মান করি আমরা। কারণ সবকটা দলেই টুর্নামেন্ট জেতার সুযোগ রয়েছে। আমাদের একটাই লক্ষ্য, নিজেদের একশো শতাংশ মাঠে দেওয়া।”

এশিয়া কাপের যোগ্যতা নির্নায়ক পর্বের আগে সাফ কাপটাই ভারতের শেষ টুর্নামেন্ট। তাই সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এশিয়া কাপের যোগ্যতা নির্নায়ক পর্বের দল গুছিয়ে নেওয়ার দিকেও ফোকাস রয়েছে ইগর স্টিমাচের।

আরও পড়ুন: কোনও বিশেষ পরিকল্পনা নেই সাফ কাপে: স্টিমাচ

আরও পড়ুন: Indian Women’s Football: আমিরশাহিকে ৪-১ ব্যবধানে হারাল ভারতীয় মহিলা দল