Indian Women’s Football: আমিরশাহিকে ৪-১ ব্যবধানে হারাল ভারতীয় মহিলা দল
এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) আগে ভারতীয় মেয়েরা বেশ কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শনিবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে ভারতীয় মহিলা দল (Indian Women's Football team)। সেই ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছেন ভারতের মেয়েরা। এটাই চলতি বছরে ভারতের মহিলা দলের প্রথম জয়। ফিফা তালিকায় ৫৭ নম্বরে রয়েছে ভারতীয় মহিলা দল। আমিরশাহি রয়েছে ১০০ নম্বরে। এর আগে ইউরোপের শীর্ষ ব়্যাঙ্কিংয়ে থাকা ৫টি দলের বিরুদ্ধে খেলেছিল ব্লু টাইগার্সরা। সেখানে জয়ের স্বাদ পায়নি ভারতের মেয়েরা। আমিরশাহির এফএ স্টেডিয়ামে ভারতের মেয়েরা ফিফা তালিকায় ৭৭ নম্বরে থাকা দল তিউনিশিয়ার বিরুদ্ধে সোমবার খেলবে।
Most Read Stories