কোনও বিশেষ পরিকল্পনা নেই সাফ কাপে: স্টিমাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 8:52 AM

চোটের জন্য সাফ কাপে ভারত পাচ্ছে না সন্দেশ ঝিঙ্গন, রাউলিন বরজেস ও আশিক কুরিয়ানকে। নির্ভরযোগ্য ফুটবলারদের মিস করলেও বাড়তি অভাব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় ভারত। লক্ষ্য একটাই সাফ কাপে অতীতের দাপট ধরে রাখা।

কোনও বিশেষ পরিকল্পনা নেই সাফ কাপে: স্টিমাচ
কোনও বিশেষ পরিকল্পনা নেই সাফ কাপে: স্টিমাচ

Follow Us

মালে: শনিবার শুরু হয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF championship)। ৪ তারিখ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) ভারত। তার আগে অনুশীলনে বেশ খোস মেজাজে ভারতীয় দল। অনুশীলনে চনমনে। আর এই চনমনে ভাবটাই ধরে রাখতে চান ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। টুর্নামেন্ট শুরুর আগে পরিষ্কার ভাবেই তিনি বলছেন, কোনও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবে না তাঁর দল। যে স্টাইলে এতদিন খেলেছে ভারত সেটাই চলবে।

অনুশীলনের মাঝে ভারতীয় দলের ক্রোট কোচ জানিয়েছেন, ”আমরা সেই স্টাইলে খেলব, যেটা আমাদের পক্ষে ভালো ফলাফল এনে দেবে। প্রথম দিনের নেপাল মালদ্বীপ খেলাটার দিকে দেখুন, কাউন্টার অ্যাকাট থেকে একটা গোল করে ম্যাচ জিতে নিল নেপাল। কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে মালদ্বীপ (Maldives)। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে আমাদের।”

একই সঙ্গে সুনীলদের কোচ বলছেন, ”ফুটবলারদের দায়িত্ব বোঝানো আছে। প্রতিপক্ষ সম্পর্কে সব তথ্য দেওয়া আছে ফুটবলারদের। চার দিন আগে এখানে এসেছি আমরা। আর্টিফিসিয়াল ট্রাফ এবং ঘাসের টার্ফ দুটোতেই অনুশীলন হয়েছে। প্লেয়াররা জানে তাদের কাছ থেকে আমি কী চাই এবং তাদের দায়িত্ব কী। তাই আমি আত্মবিশ্বাসী টুর্নামেন্টে ভালো ফল করবে দল। কেউ চাপে নেই। সবাই সাফ কাপ উপোভগ করবে।”

ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। সেই ম্যাচের খবর রেখেছেন সুনীলরা। তবে বাংলাদেশের জয় ভারতীয় দলের ওপর কোনও চাপ তৈরি করতে পারেনি। অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, ”দলের মুড ফুরফুরে। তরুণ ফুটবলাররা আমাদের(সিনিয়রদের) অনুপ্রাণিত করছে ভালো খেলার জন্য।” তবে সুনীল মেনে নিয়েছেন কয়েকটি জায়গায় আরও উন্নতি প্রয়োজন দলের।

চোটের জন্য সাফ কাপে ভারত পাচ্ছে না সন্দেশ ঝিঙ্গন, রাউলিন বরজেস ও আশিক কুরিয়ানকে। নির্ভরযোগ্য ফুটবলারদের মিস করলেও বাড়তি অভাব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় ভারত। লক্ষ্য একটাই সাফ কাপে অতীতের দাপট ধরে রাখা।

আরও পড়ুন: সাফ কাপের প্রস্তুতি শুরু সুনীলদের

Next Article