AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhaichung Bhutia: বিতর্ক, দুর্নীতি, সুনীলের প্রত্যাবর্তন… ভারতের ভরাডুবির অনেক কারণ চোখে আঙুল দিয়ে দেখালেন বাইচুং!

Indian Football News: সুনীল ছেত্রীদের যা হাল, তাতে ভারত ২০২৭ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারবে কিনা, তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। ভারতীয় ফুটবলের এই অবনতির জন্য ফেডারেশনকেই কাঠগড়ায় দাঁড় করালেন বাইচুং ভুটিয়া।

Bhaichung Bhutia: বিতর্ক, দুর্নীতি, সুনীলের প্রত্যাবর্তন... ভারতের ভরাডুবির অনেক কারণ চোখে আঙুল দিয়ে দেখালেন বাইচুং!
Image Credit source: PTI FILE
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 6:40 PM

কলকাতা: জর্ডন, উজবেকিস্তান চমকে দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করছে। সেখানে ভারতীয় ফুটবল ক্রমশ পিছোচ্ছে। ব়্যাঙ্কিংয়ের খাতায় পিছিয়ে থাকা হংকংয়ের কাছে ০-১ হেরে বিপাকে ভারত। সুনীল ছেত্রীদের যা হাল, তাতে ভারত ২০২৭ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারবে কিনা, তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। ভারতীয় ফুটবলের এই অবনতির জন্য ফেডারেশনকেই কাঠগড়ায় দাঁড় করালেন বাইচুং ভুটিয়া।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও আইকন বাইচুংয়ের স্পষ্ট বক্তব্য, এশিয়ার বিভিন্ন দলগুলো বিশ্বকাপের দল বাড়ার সুযোগ নিচ্ছে। জর্জন, উজবেকিস্তান বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলছে। কিন্তু ভারত এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারছে না। কারণ কী এই অবনতির? ফেডারেশনকে দায়ী করে বাইচুং বলেছেন, ‘এটা খুব যন্ত্রণার ছবি। এখন আমরা এশিয়ান কাপে যোগ্যতা করার জন্যও লড়াই করছি। এর আগে কিন্তু নিয়মিত এশিয়ান কাপে খেলেছি আমরা। তাও এবার হবে কিনা সন্দেহ। দুর্ভাগ্য।’

ভারতীয় ফুটবলে বদলের ডাক দিয়ে ২০২২ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভোটে দাঁড়িয়েছিলেন বাইচুং। কিন্তু কল্যাণ চৌবের কাছে হেরে যান। বাইচুং রাখঢাক না করেই বলছেন, ‘বিতর্কের পর বিতর্ক। একের পর এক দুর্নীতির অভিযোগ। এক মাস পেরিয়ে গেলেও আমরা জানি না, আই লিগ চ্যাম্পিয়ন কারা হয়েছে। দেড় বছরে তিনবার ফেডারেশনের সচিব বদলে গেল। ফেডারেশনের আপাদমস্তক বদল দরকার।’

অবসর ভেঙে সুনীল ছেত্রীর ফিরে আসাটাও মেনে নিতে পারছেন না বাইচুং। ‘অবসর ভেঙে ফিরে আসাটা একেবারে ভুল সিদ্ধান্ত। ওকে কোনও ভাবেই মানোলোর অবসর ভেঙে ফিরে আসা অনুরোধ করাটা ঠিক হয়নি। এখন তো শুনছি, ফেডারেশনই নাকি ওকে জোর করেছিল এটা করতে। সুনীলের ফিরে আসায় কী লাভ হল? আসল গলদটা তো তৃণমূলস্তরে। সেখানে কোনও উন্নতি নেই। মাঠ আর মাঠের বাইরে শুধুই খারাপ খবর। এরই প্রভাব পড়েছে জাতীয় দলের পারফরম্যান্সে।’