Indian Football: হংকংয়ের বিপক্ষে নামার আগে থাইল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত!
Indian Football News: এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ 'সি'তে রয়েছে ভারত। এই চার দলের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুর। একটি করে ম্যাচ খেলে ফেলেছে এই গ্রুপের সকলে। ভারত খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে। আর হংকং খেলেছে সিংঙ্গাপুরের বিরুদ্ধে। দুই ম্যাচই গোল শূন্য ড্র হয়।

কলকাতা: এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে খেলবে ভারতীয় ফুটবল দল। তার আগে থাইল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। ২০২৭ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ‘সি’তে রয়েছে ভারত। এই চার দলের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুর। একটি করে ম্যাচ খেলে ফেলেছে এই গ্রুপের সকলে। ভারত খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে। আর হংকং খেলেছে সিংঙ্গাপুরের বিরুদ্ধে। দুই ম্যাচই গোল শূন্য ড্র হয়।
এশিয়ান কাপের যোগ্য অর্জনে পর্বে ভারতের পরবর্তী ম্যাচ ১০ জুন। তাঁর আগেই থাইল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। ফুটবল ব়্যাঙ্কিংয়ে ভরতের তুলনায় অনেকটাই এগিয়ে থাইল্যান্ড। ভারতের ফুটবল ব়্যাঙ্কিং ১২৭। সেখানে হংকংয়ের ৯৯। আগামী ৪ জুন থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে ভারত। থাম্মাসাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি।
ভারত ও থাইল্যান্ড মোট ২৬ বার একে পরস্পরের মুখোমুখি হয়েছে। ভারত জয় পেয়েছে সাতটি ম্যাচে, থাইল্যান্ড জিতেছে ১২ বার। বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে। ভারতের নিজেদের প্রস্তুতি শিবির শুরু করতে চলেছে ১৮ মে কলকাতাতে। এবং ২৯ মে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় দল। থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য কিছুদিন আগেই পৌছে যাবে। মূলত সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতেই আগে ভাগেই হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন সুনীলরা।





