East Bengal: লাল-হলুদের পথে মিগুয়েল, ভাবনায় আরও কয়েকজন

Indian Football Transfer News: সামনের বছরই পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে। সূত্রের খবর, ইস্টবেঙ্গল চুক্তি বাড়াতে আগ্রহী হলেও, এখন অনেক বেশি টাকা চাইছে বিষ্ণুর এজেন্ট। সেক্ষেত্রে বিক্রম প্রতাপকে নিতে বিষ্ণুর সঙ্গে সোয়াপ ডিলের ভাবনা আছে ইস্টবেঙ্গলের।

East Bengal: লাল-হলুদের পথে মিগুয়েল, ভাবনায় আরও কয়েকজন
Image Credit source: X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 04, 2025 | 4:50 AM

কলকাতা: আগামী মরসুমে ইস্টবেঙ্গলের দল কী হবে? লাল-হলুদ সমর্থকরা সেই দিকেই নজর রেখেছেন। ময়দানে উঠে আসছে একের পর এক জল্পনা। গত বছর সুপার কাপ ছাড়া শেষ কয়েক বছর ধরে ব্যর্থতার খোলস ছেড়ে বেরোতেই পারছে না ইস্টবেঙ্গল। এখন থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছেন অস্কার ব্রুজো, থাংবই সিংটোরা। শতবর্ষে ইস্টবেঙ্গল-র তথ্যচিত্র প্রকাশের অনুষ্ঠানে এসে লাল-হলুদ কর্তাদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইনভেস্টর কর্তাদেরও ছাড়েননি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের তুলনায় আরও বেশি বাজেটের দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল।

বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলা মিগুয়েল ফেরেরার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। কার্যত চূড়ান্ত তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে এই মরসুমে লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফুটবলারকে। মূলত বাঁ-পায়ের ফুটবলার। অস্কারের কোচিংয়ে খেলেছেন। সাউল ক্রেসপোর সঙ্গে চুক্তি থাকলেও, সূত্রের খবর তাঁকে লোনে ছাড়তে পারে ইস্টবেঙ্গল। গত মরসুমে মোটেই ভাল ফুটবল খেলতে পারেননি স্প্যানিশ মিডিও। তবে মিগুয়েল প্রায় নিশ্চিত হলেও, রবসন রোবিনহোকে নিয়ে এখনও কোনও কথাবার্তা এগোয়নি। অস্কারের তালিকাতেও নাকি এই মুহূর্তে নেই রবসনের নাম। দিমিত্রিয়স ডায়ামান্টাকোস গতবছর সাফল্য পাননি। আরও এক বছর চুক্তি আছে গ্রীক ফরোয়ার্ডের সঙ্গে। তাঁকে ছাড়তে চাইছে না ম্যানেজমেন্টও।

একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার চাইছেন অস্কার ব্রুজো। এছাড়া আনোয়ারের পাশাপাশি আরও এক ভাল মানের দেশিয় ডিফেন্ডারকে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ব্রুজোর নজরে আছেন মেহতাব সিং। তবে সেক্ষেত্রে প্রায় ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে মুম্বই সিটি এফসিকে। সূত্রের খবর, বাংলাদেশে বসুন্ধরা কিংস যে মডেলে সফল, সেই মডেলই ইস্টবেঙ্গলে আনতে চাইছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

বিক্রম প্রতাপ সিংয়ের নাম ভাসছে ময়দানে। তবে মুম্বইয়ের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে বিক্রম প্রতাপের। সূত্রের খবর, আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে মুম্বই। বিক্রম প্রতাপকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল সোয়াপ ডিলের রাস্তায় হাঁটলেও অবাক হওয়ার নেই।

সামনের বছরই পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে। সূত্রের খবর, ইস্টবেঙ্গল চুক্তি বাড়াতে আগ্রহী হলেও, এখন অনেক বেশি টাকা চাইছে বিষ্ণুর এজেন্ট। সেক্ষেত্রে বিক্রম প্রতাপকে নিতে বিষ্ণুর সঙ্গে সোয়াপ ডিলের ভাবনা আছে ইস্টবেঙ্গলের।