East Bengal: টার্গেট পূরণ ইস্টবেঙ্গলের! নতুন মরসুমের জন্য তারকা ফুটবলারকে দলে নিল লাল-হলুদ

Indian Football Transfer News: গত মরসুমে ইস্টবেঙ্গলের প্রাপ্তি বলতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের পারফরম্যান্স। তার আগের মরসুমে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। সেই সৌজন্যেই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইস্টবেঙ্গল।

East Bengal: টার্গেট পূরণ ইস্টবেঙ্গলের! নতুন মরসুমের জন্য তারকা ফুটবলারকে দলে নিল লাল-হলুদ
Image Credit source: X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 09, 2025 | 7:31 PM

কলকাতা: ঘরোয়া ফুটবলে হতাশার মরসুম কেটেছে ইস্টবেঙ্গলের। ভবিষ্যতেই নজর। আগামী মরসুমের জন্য ভাবনাচিন্তা আগেই শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল। দল কী হতে পারে সমর্থকদের নজরেও তাই। ময়দানে দলবদলের একের পর এক জল্পনা। গত মরসুমের হতাশা থেকে বেরোতে টিম গড়ার ক্ষেত্রে বাজেটও বাড়ানোর ভাবনাও রয়েছে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলা মিগুয়েল কার্যত চূড়ান্ত। তেমনই অনেককে রেখেও দেওয়া হতে পারে। ইতিমধ্যেই চুক্তি বাড়ানো হয়েছে বিষ্ণুর। এর মধ্যেই নতুন খবর দলবদলের বাজারে।

ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছেন অনেক ফুটবলারই। তার মধ্যে অন্যতম নাম ছিল বিপিন সিং। এবার সেই টার্গেট ফুলফিল করল ইস্টবেঙ্গল। নতুন বছরের জন্য আগে ভাগেই দল গঠনের কাজে নেমেছে ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসির উইঙ্গার বিপিন সিংকে ছিনিয়ে নিলেন লাল-হলুদ কর্তারা। আক্রমণ ভাগ যে এতে অনেকটাই পোক্ত হল, তা বলার অপেক্ষা রাখে না। ইস্টবেঙ্গল দলে উইংয়ের ফুটবলার থাকলেও বিপিনের অন্তর্ভুক্তিতে নিঃসন্দেহে দলের ধার বাড়ল। সূত্রের খবর, ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন বিপিন।

গত মরসুমে ইস্টবেঙ্গলের প্রাপ্তি বলতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের পারফরম্যান্স। তার আগের মরসুমে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। সেই সৌজন্যেই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করলেও নকআউটে ধাক্কা খায় লাল-হলুদ। আগামী মরসুমে ভুল ত্রুটি শুধরে একটি শক্তিশালী দল গড়াতেই নজর।