ইন্ডিয়ান সুপার লিগে গত বারের লিগ শিল্ডজয়ী। এ বারও পয়েন্ট টেবলে শীর্ষে। মরসুমের শুরুর দিকে অস্বস্তিতে ছিল মোহনবাগান। কোচ বদলের পর কিছুটা সমস্যা ছিল। হোসে মোলিনা একটু সময় নিয়ে পুরনো মেজাজে ফিরিয়েছেন টিমকে। টানা জয় পেয়েছে মোহনবাগান। ঘরের মাঠে শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য। গত মাসে ওড়িশার বিরুদ্ধে ড্র করেছিল সবুজ মেরুন। গত তিন ম্যাচেই জয়। সাফল্যের ধারায় যাতে কোনও বাধা না আসে টিমে একটি বিষয় নিষিদ্ধ ঘোষণা করেছেন মোহনবাগান কোচ।
কেরালা ব্লাস্টার্স এ মরসুমে ১১টির মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে। এর মধ্যে দুটি জয় কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহমেডানের বিরুদ্ধে। এ বার দুরন্ত ছন্দে থাকা মোহনবাগান পরীক্ষার সামনে কেরালা ব্লাস্টার্স। প্রতিপক্ষকে একেবারেই হালকা নিতে নারাজ মোহনবাগান কোচ। মোলিনা পরিষ্কার বলছেন, ‘এমন পরিস্থিতিতে প্লেয়ারদের মধ্যে আত্মতুষ্টির সম্ভাবনা থাকেই। আমি এ সবে প্রশ্রয় দিই না। ম্যাচটা সহজ হবে না। সেরা পারফরম্যাান্সেই জিততে হবে। আত্মতুষ্ট হওয়ার কোনও সুযোগই নেই আমাদের কাছে।’
গত সাত ম্যাচে অপরাজিত মোহনবাগান। অন্য দিকে, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স শেষ পাঁচটির মধ্যে চার ম্যাচেই হেরেছে। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে ভালো খেলাতেই লক্ষ্য। মোহনবাগান কোচ হোসে মোলিনা পরিষ্কার করে দিয়েছেন তাঁর টিমে আত্মতুষ্টি ‘নিষিদ্ধ’। এটা যেন টিমের সকলের কাছে সতর্কবার্তাও। কেউ একজন আত্মতুষ্ট হয়ে পড়লে, পারফর্ম করতে না পারলে, তাঁর জায়গা নেওয়ার জন্য রিজার্ভে অন্য প্লেয়ার তৈরি।
টিমে ফিরছেন গত ম্যাচে কার্ড সমস্যায় না থাকা শুভাশিস। তবে চোট নিয়ে ধোঁয়াশা রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট ও অ্যালবার্তো রডরিগেজ আদৌ খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। কোচ হোসে মোলিনা অবশ্য জানিয়েছেন অ্যালবার্তো ফিট রয়েছে। তবে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না। একাদশে এমনিতেই যা লড়াই, মোহনবাগান প্লেয়ারদের কোনও ভাবেই আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই।
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্স, শনিবার সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার