MBSG, ISL 2024-25: মোহনবাগানের আজ শিল্ড জেতার ম্যাচ, আগেই রিল্যাক্স নয় সতর্কবার্তা কোচের

Mohun Bagan vs Odisha FC: জিতলেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। এর জন্য কোনও অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে না। বলাটা যত সহজ, মাঠে নেমে পারফর্ম করাটা নয়। মোহনবাগান কোচ হোসে মোলিনা তাই টিমকে সতর্ক করে রেখেছেন, জয়ের আগে রিল্যাক্স নয়।

MBSG, ISL 2024-25: মোহনবাগানের আজ শিল্ড জেতার ম্যাচ, আগেই রিল্যাক্স নয় সতর্কবার্তা কোচের
Image Credit source: ISL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 23, 2025 | 3:24 AM

হাতে সব মিলিয়ে তিনটে ম্যাচ। একটা জয়, বা তিনটে ড্র। প্রয়োজন তিন পয়েন্ট। বাকি তিন ম্যাচের মধ্যে আজ তার একটা। তবে শেষ মুহূর্তের জন্য কাজ ফেলে রাখা নয়। আজ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। এই ম্যাচ জিতলেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। এর জন্য কোনও অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে না। বলাটা যত সহজ, মাঠে নেমে পারফর্ম করাটা নয়। মোহনবাগান কোচ হোসে মোলিনা তাই টিমকে সতর্ক করে রেখেছেন, জয়ের আগে রিল্যাক্স নয়।

টানা দ্বিতীয় বার লিগ শিল্ড জয়ের সামনে মোহনবগানা। আইএসএলের ইতিহাসে এর আগে কোনও টিম টানা দু-বার লিগ শিল্ড জেতেনি। ইতিহাসের সামনে মোহনবাগান। এর জন্য ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় চাই। সমর্থকদের সামনে এই কীর্তি যে বাড়তি আনন্দ দেবে, এ আর বলার অপেক্ষা রাখে না। এর জন্য অবশ্য কঠিন একটা হার্ডল পেরোতে হবে। ওড়িশা এফসি হেলাফেলার টিম নয়। তবে পরিসংখ্যান মোহনবাগানের পক্ষে।

ইন্ডিয়ান সুপার লিগে ১২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে ৬ বারই ড্র। কিন্তু আরও একটা ইতিবাচক দিকও রয়েছে। এই ১২ বারের সাক্ষাতে ওড়িশা জিতেছে মাত্র এক বার। বাকি পাঁচ ম্যাচ জিতেছে মোহনবাগান। একদিকে সবুজ মেরুনের কাছে যেমন লিগ শিল্ড জেতার ম্যাচ, তেমনই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে ওড়িশা এফসির কাছে এই ম্যাচ জিততেই হবে। ফলে কেউ কাউকে জমি ছাড়ার জায়গায় নেই। মোহনবাগানের ভরসা গ্য়ালারিও।

মোহনবাগান বনাম ওড়িশা এফসি, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস ৩, জিওহটস্টারে