Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Cup: একগুচ্ছ ফ্রেন্ডলি খেলবেন ভারতের মেয়েরা

এ বার এএফসি কাপের (AFC Cup) প্রস্তুতির জন্য বিদেশে কয়েকটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে চলেছে ভারতীয় মহিলা দল।

AFC Cup: একগুচ্ছ ফ্রেন্ডলি খেলবেন ভারতের মেয়েরা
AFC Cup: একগুচ্ছ ফ্রেন্ডলি খেলবেন ভারতের মেয়েরা (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2021 | 7:50 PM

জামশেদপুর: এএফসি এশিয়ান কাপের (AFC Women’s Asian Cup) জন্য ভারতের মহিলা দলের ফুটবলারদের জোরকদমে প্রস্তুতি চলছে। প্রায় এক মাস ধরে ঝাড়খণ্ডের জামশেদপুরে শিবিরে প্রস্তুতি নিচ্ছেন ভারতের মেয়েরা। এ বার এএফসি কাপের প্রস্তুতির জন্য বিদেশে কয়েকটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে চলেছে ভারতীয় মহিলা দল। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার দুবাই উড়ে যাবে ভারতের মেয়েরা।

থমাস ডেনার্বি (Thomas Dennerby) ভারতের সিনিয়র টিমের কোচ হওয়ার পরই জোর দিয়েছিলেন ভারতীয় মেয়েদের এএফসি এশিয়ান কাপের আগে যেন অন্তত দশটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেওয়া হয়। যার ফলে আগামী বৃহস্পতিবার ভারতের মেয়েরা সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে তাঁরা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ও তিউনিশিয়ার বিরুদ্ধে দুটো আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলবে।

তারপর ভারতীয় মহিলাদের দল রওনা দেবে বাহরাইনে। সেখানে চাইনিজ তাই-পেইয়ের বিরুদ্ধে ও বাহারাইনের বিরুদ্ধে ২টি প্রীতি ম্যাচ খেলবে ডেনার্বির দল। ভারতের মেয়েদের পরবর্তী গন্তব্য সুইডেন। সেখানে তাঁদের দুটি ডামালসভেনস্কান লিগ দলের বিরুদ্ধে খেলার কথা রয়েছে। কিন্তু সুইডেনে ভারতীয়দের প্রবেশের ওপর কিছু নিয়ম রয়েছে। অনুমতি পেলে সুইডেনেও দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল।

ভারতের হেড কোচ থমাস ডেনার্বি এক বিবৃতিতে বলেছেন, “সংযুক্ত আরব আমিরশাহিত, তিউনিসিয়া, চাইনিজ তাই-পেই এবং বাহারাইনের বিপক্ষে চারটি ম্যাচ ছাড়াও আমাদের দুটি সুইডিশ প্রিমিয়ার লিগ দলের বিরুদ্ধে দুটো ম্যাচ হওয়ার কথা রয়েছে। আমরা ওই দেশে ভ্রমণ প্রোটোকল নিয়ে আলোচনার মধ্যে রয়েছি। কারণ সুইডেনে এখনও ভারতীয় নাগরিকদের প্রবেশের ওপর বিধিনিষেধ আলগা করা হয়নি।”

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে আমাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইচ্ছুক দল খুঁজে বের করার জন্য আমি এআইএফএফের প্রচেষ্টার প্রশংসা করি।” পাশাপাশি তিনি যোগ করেন, “সংযুক্ত আরব আমিরশাহি ও বাহারাইনের মতো ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা আমাদের নিজেদের বিচার করার সুযোগ দেবে। দলগুলিকে তাদের প্রতিরক্ষা, এবং বিল্ড-আপ প্রক্রিয়া তৈরি করতে হবে, এবং এর সবই একটি আন্তর্জাতিক ম্যাচে বিচার করা হবে।”

আরও পড়ুন: AFC Cup: মেয়েদের এএফসি কাপের আগে ১০টা আন্তর্জাতিক ম্যাচ চান কোচ ডেনার্বি