AFC Cup: মেয়েদের এএফসি কাপের আগে ১০টা আন্তর্জাতিক ম্যাচ চান কোচ ডেনার্বি

ডেনার্বি অবশ্য মেয়েদের অনূর্ধ্ব ১৭ জাতীয় টিমের কোচ হয়ে পা রেখেছিলেন ভারতে। সামনে এএফসি কাপ থাকায় তাঁকে সিনিয়র টিমের দায়িত্ব দেওয়া হয়েছে।

AFC Cup: মেয়েদের এএফসি কাপের আগে ১০টা আন্তর্জাতিক ম্যাচ চান কোচ ডেনার্বি
AFC Cup: মেয়েদের এএফসি কাপের আগে ১০টা আন্তর্জাতিক ম্যাচ চান কোচ ডেনার্বি (সৌজন্যে-টুইটার)

নয়াদিল্লি: এএফসি এশিয়ান কাপের (AFC Women’s Asian Cup) আগে অন্তত দশটা আন্তর্জাতিক ম্যাচ চান থমাস ডেনার্বি (Thomas Dennerby)। সদ্য মেয়েদের ভারতীয় টিমের কোচের পদে নিযুক্ত হয়েছেন তিনি। আর তার পরই নেমে পড়েছেন সাফল্যের নকশা তৈরি করতে।

ডেনার্বি অবশ্য মেয়েদের অনূর্ধ্ব ১৭ জাতীয় টিমের কোচ হয়ে পা রেখেছিলেন ভারতে। সামনে এএফসি কাপ থাকায় তাঁকে সিনিয়র টিমের দায়িত্ব দেওয়া হয়েছে। ভার্চুয়াল প্রেস মিটে ৬২ বছরের কোচ বলেছেন, ‘অন্তত ১১-১৩টা ম্যাচ চাই। এএফসি কাপের জন্য টিমকে তৈরি করতে এটা খুব জরুরি। বিভিন্ন টিমের খেলার স্টাইল, বিভিন্ন ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে খেললে মেয়েদের প্রস্তুতি নিতে অসুবিধা হবে না। করোনাকালে কী পরিস্থিতি সারা বিশ্বের, খুব ভালো করে জানি। তার মধ্যেও কিন্তু সর্বভারতীয় ফেডারেশন চেষ্টা করছে, যাতে জাতীয় টিমকে ভালো প্রস্তুতি দেওয়া যেতে পারে।’

আন্তর্জাতিক ফুটবলে প্রচুর অভিজ্ঞতা ডেনার্বির। মেয়েদের সুইডেন টিমের দায়িত্ব নিয়ে ২০১১ সালের বিশ্বকাপে তৃতীয় করেছিলেন। ২০১২ সালে সুইডেনের মেয়েরা অলিম্পিকের শেষ আটে পৌঁছেছিল। সেই অভিজ্ঞতা থেকেই ডেনার্বি বলছেন, ‘দুর্বল নয়, বরং ভারতীয় টিমের থেকে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। ওই রকম ম্যাচ ভারতীয় মেয়েদের স্পিড বাড়াতে, পাসিং-রিসিভিং এবিলিটি বাড়াতে, দ্রুত সিদ্ধান্ত নিতে শেখাবে। যেটা বড় কোনও টুর্নামেন্টের আগে খুব প্রয়োজনীয় হয়।’

এএফসি কাপে ভারতকে অন্তত কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে চান তিনি। কোচ ডেনার্বির কথায়, ‘আমার প্রাথমিক লক্ষ্য ভারতীয় টিমকে নকআউটে নিয়ে যাওয়া। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে বলব, একটা সফল টুর্নামেন্ট আমরা খেলেছি। টিমের যা গভীরতা, প্লেয়ারদের এবিলিটি, তাগিদ, দায়বদ্ধতা যা দেখেছি, তাতে কিন্তু এই স্বপ্নপূরণ হওয়া সম্ভব।’

ভারতের মেয়েদের প্রস্তুতি কেমন? ডেনার্বি বলেছেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে শিবির করছি আমরা। মেয়েরা প্রচন্ড পরিশ্রম করছে। এএফসি কাপ হতে এখনও পাঁচ মাস বাকি। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমরা। ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আমাদের। যাতে সবাই মিলে সেরাটা দিতে পারি।’

Click on your DTH Provider to Add TV9 Bangla