AFC Women’s Asian Cup 2022: কোভিডে বিধ্বস্ত ভারত দল নামাতেই ব্যর্থ
সূচি অনুযায়ী, বুধবার প্রজাতন্ত্র দিবসে চিনের বিরুদ্ধে ম্যাচ ভারতের। কিন্তু পুরো দল কোভিডে বিধ্বস্ত হওয়ায় সেই ম্যাচেও অনিশ্চিত আশালতারা। এএফসির ৪.১ নং ধারা অনুযায়ী, কোনও দল কোনও ম্যাচের জন্য ১৩ জনের স্কোয়াড (একজন গোলকিপার) নামাতে না পারলে, সেই ম্যাচে ওই দলকে খেলতে দেওয়া হবে না। এমনকি গোটা টুর্নামেন্ট থেকে ওই দলকে নির্বাসিত করা হবে।
মুম্বই: করোনার (Covid-19) গ্রাসে ভারতীয় মহিলা ফুটবল দল (Indian Women’s Football Team)। আশালতা, অদিতিদের ঘিরে তৈরি হওয়া স্বপ্ন শেষ। মারণ ভাইরাসই শেষ করে দিল ভারতীয় মহিলা দলের স্বপ্নকে। মেয়েদের এএফসি এশিয়ান কাপে (AFC Women’s Asian Cup) আজ চিনা তাইপেইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করেন আশালতারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচই ছিল ডু অর ডাই। কিন্তু ডিনার্বির মেয়েদের স্বপ্নে বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস। চিনা তাইপেইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে কোভিড পজিটিভ ভারতের ১৩ ফুটবলার। মাঠে ১৩ জনের দলই নামাতে পারলেন না ডিনার্বি। আর তার জেরেই বাতিল ভারত-চিনা তাইপেই ম্যাচ।
সূচি অনুযায়ী, বুধবার প্রজাতন্ত্র দিবসে চিনের বিরুদ্ধে ম্যাচ ভারতের। কিন্তু পুরো দল কোভিডে বিধ্বস্ত হওয়ায় সেই ম্যাচেও অনিশ্চিত আশালতারা। এএফসির ৪.১ নং ধারা অনুযায়ী, কোনও দল কোনও ম্যাচের জন্য ১৩ জনের স্কোয়াড (একজন গোলকিপার) নামাতে না পারলে, সেই ম্যাচে ওই দলকে খেলতে দেওয়া হবে না। এমনকি গোটা টুর্নামেন্ট থেকে ওই দলকে নির্বাসিত করা হবে।
? UPDATE ?
Read ? https://t.co/HAWKCLgTw8 https://t.co/Dbh1GgMHVb
— Indian Football Team (@IndianFootball) January 23, 2022
২০১২ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-মোহনবাগান আই লিগের ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে ইঁটের আঘাতে রহিম নবির মাথা ফাটায় হাফটাইমের পর আর দল নামায়নি মোহনবাগান। এএফসির নিয়ম অনুযায়ী, মোহনবাগানকে নির্বাসিত করে ফেডারেশন। যদিও এক্ষেত্রে বিষয়টা পুরোপুরি আলাদা। কোভিডের জন্য এখনও পর্যন্ত নতুন করে কোনও নিয়ম করেনি এএফসি। ভারত-চিনা তাইপেই স্থগিত হয়ে যাওয়া ম্যাচের রিপোর্ট দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এএফসি।
আরও পড়ুন: India vs South Africa: ব্রাত্য ঋতুরাজ, সরব নেটিজেনরা