ISL 2021: উদ্বোধনী ম্যাচেই মাঠে রয় কৃষ্ণারা, ২৭ নভেম্বর ডার্বি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 13, 2021 | 2:15 PM

গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নামছে আইএসএলের উদ্বোধনী ম্যাচেই। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২১ নভেম্বর মাঠে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।

ISL 2021: উদ্বোধনী ম্যাচেই মাঠে রয় কৃষ্ণারা, ২৭ নভেম্বর ডার্বি
ISL 2021: উদ্বোধনী ম্যাচেই মাঠে রয় কৃষ্ণারা, ২৭ নভেম্বর ডার্বি (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ ওয়েবসাইট)

Follow Us

গোয়া: আইএসএলের (ISL) সূচি প্রকাশ করল এফএসডিএল। আইএসএলের ডাবল হেডারে এ বার দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৯.৩০ থেকে। প্রথম ম্যাচ শুরু সন্ধে ৭.৩০ থেকেই। ১৯ নভেম্বর থেকে শুরু দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট। প্রথম পর্বের সূচি প্রকাশ এফএসডিএলের। ৯ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা। গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নামছে আইএসএলের উদ্বোধনী ম্যাচেই। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২১ নভেম্বর মাঠে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ২৭ নভেম্বর আইএসএলের প্রথম ডার্বি। মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান।

এসসি ইস্টবেঙ্গলের খেলা কবে, কখন, কোথায়, চলুন দেখে নেওয়া যাক-

২১ নভেম্বর, রবিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি, তিলক ময়দান
২৭ নভেম্বর, শনিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান, তিলক ময়দান
৩০ নভেম্বর, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি, তিলক ময়দান
৩ ডিসেম্বর, শুক্রবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি, তিলক ময়দান
৭ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, তিলক ময়দান
১২ ডিসেম্বর, রবিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, তিলক ময়দান
১৭ ডিসেম্বর, শুক্রবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ফাতোরদা
২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, ব্যাম্বোলিম
৪ জানুয়ারি, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি, ব্যাম্বোলিম
৭ জানুয়ারি, শুক্রবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি, তিলক ময়দান

এটিকে মোহনবাগানের খেলা কবে, কখন, কোথায় চলুন দেখে নেওয়া যাক-

১৯ নভেম্বর, শুক্রবার, সন্ধে ৭.৩০ – এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স, ফাতোরদা
২৭ নভেম্বর, শনিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল, তিলক ময়দান
১ ডিসেম্বর, বুধবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি, ফাতোরদা
৬ ডিসেম্বর, সোমবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, ব্যাম্বোলিম
১১ ডিসেম্বর, শনিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি, ফাতোরদা
১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবানাম বনাম বেঙ্গালুরু এফসি, ব্যাম্বোলিম
২১ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি- ফাতোরদা
২৯ ডিসেম্বর, বুধবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া- ফাতোরদা
৫ জানুয়ারি, বুধবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি, ফাতোরদা
৮ জানুয়ারি, শনিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি, ফাতোরদা

এ বার বল গড়ানোর অপেক্ষা। আইএসএলের সূচি প্রকাশের পর দেশ জুড়ে এখন একটাই স্লোগান, ‘লেটস ফুটবল’।

আরও পড়ুন: ISL 2021-22: দেখে নিন আইএসএলে ডার্বি ম্যাচ কবে?

Next Article