ISL 2021-22: দেখে নিন আইএসএলে ডার্বি ম্যাচ কবে?
আজ, সোমবার আইএসএল (ISL) ২০২১-২২ মরশুমের প্রথম এগারো রাউন্ডের সূচি ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (FSDL)। এ বারের আইএসএলের মহাযজ্ঞ আয়োজিত হচ্ছে গোয়ায়। ১৯ নভেম্বর শুরু হচ্ছে এ বারের আইএসএল। কলকাতা ডার্বি (Kolkata Derby) নিয়ে ফের একবার উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিল। আইএসএলে কলকাতা ডার্বির প্রথম ম্যাচটি হবে ২৭ নভেম্বর।
Most Read Stories