ISL 2022-23: চোট সমস্যা, কার্ড সমস্যার মাঝেও আটে আট করতে তৈরি মোহনবাগান
East Bengal vs ATK Mohun Bagan: শেষ সাতটা ডার্বিই জিতেছে মোহনবাগান। এ বার লক্ষ্য আটে আট। শেষ ছয়টা ডার্বিতে বাগানের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন প্রীতম কোটাল। শনিবারও আর্মব্যান্ড উঠছে তাঁর হাতেই। গোলকিপার বিশাল কাইথ আর ডিফেন্ডার প্রীতম কোটাল এ বারে সব ম্যাচ খেলেছেন। রবিবারের ডার্বি জিতে তিন নম্বরে শেষ করে ঘরের মাঠে প্লে অফ খেলতে তৈরি মোহনবাগান।
কলকাতা: বছর তিনেক আগের পরিস্থিতি এখন আর নেই। মোহনবাগান ডার্বি খেলতে নামছে, অথচ অনুশীলনে দেখা নেই কোনও সমর্থকের। লিক টেবিলের তিন নম্বরে রয়েছে সবুজ-মেরুন। প্লে অফ নিশ্চিত করে ফেলেছেন হুগো বোমাসরা। তা সত্ত্বেও বাগান অনুশীলনে দেখা নেই সবুজ-মেরুন সমর্থকের। যদিও অনলাইনে মোহনবাগান গ্যালারির টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। শনিবারের বড় ম্যাচে একসঙ্গে অনেকগুলো চিন্তা মাথায় রাখছে বাগান কোচ ফেরান্দোকে। ছোট সমস্যা, কার্ড সমস্যা রয়েছে বাগান দলে। চোটের জন্য অনিশ্চিত কার্ল ম্যাকহিউ। এমনিতেও তিনটে হলুদ কার্ড দেখে আছেন। তাই ডার্বিতে আইরিশ মিডিওকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বাগানের স্প্যানিশ কোচ। বিস্তারিত TV9Bangla-য়।
ডার্বির আগে ফেরান্দো বললেন, ‘প্লে অফ নিয়ে এখন ভাবছি না। শনিবারের বড় ম্যাচ নিয়েই এখন ভাবতে চাই।’ ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা দুরন্ত ফর্মে আছেন। আইএসএলে এরই মধ্যে ১২ গোল করে ফেলেছেন। টপ স্কোরারের দৌড়ে আছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আইএসএলের শেষ ম্যাচে বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামবেন। ক্লেটনকে রুখতে কি আলাদা প্ল্যানিং থাকবে? ফেরান্দো বললেন, ‘এগারো বনাম এগারোর খেলা। ক্লেটন সিলভা অসাধারণ ফুটবলার। ওকে নজর তো দিতেই হবে। তবে আমরা ইস্টবেঙ্গলের এগারো জনকে নিয়েই ভাবছি।’ বাগান দলে কি ক্লেটনের মতো স্ট্রাইকারের অভাব? উত্তরে মজার স্বরে ফেরান্দো বললেন, ‘আমি তো বলব লুকাকুর মতো স্ট্রাইকার দরকার লাগত।’
চোট সারিয়ে আগের ম্যাচে ফিরেছেন হুগো বোমাস। দ্বিতীয়ার্ধে ফরাসি মিডিওকে তুলে নেন ফেরান্দো। এখনও ১০০ শতাংশ ফিট নন। তবে শনিবারের বড় ম্যাচে অবশ্য থাকছেন হুগো। বাকি তিন বিদেশি- ডিফেন্সে স্লাভকো, অ্যাটাকিং মিডিও গ্যালেগো আর সামনে দিমিত্রি। তবে গ্যালেগোকে হয়তো শুরু থেকে নাও দেখা যেতে পারে। রক্ষণে বাগানের ভরসা দুই বঙ্গতনয় প্রীতম কোটাল আর শুভাশিস বসু। মাঝমাঠে গ্লেন মার্টিন্সের কাঁধেও থাকছে দায়িত্ব। এছাড়া পুইতিয়া আর লিস্টন কোলাসোও অস্ত্র বাগানের স্প্যানিশ কোচের। উইংয়ে মনবীরকে খেলাবেন ফেরান্দো। সামনে দিমিত্রি পেত্রাতোস।
শেষ সাতটা ডার্বিই জিতেছে মোহনবাগান। এ বার লক্ষ্য আটে আট। শেষ ছয়টা ডার্বিতে বাগানের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন প্রীতম কোটাল। শনিবারও আর্মব্যান্ড উঠছে তাঁর হাতেই। গোলকিপার বিশাল কাইথ আর ডিফেন্ডার প্রীতম কোটাল এ বারে সব ম্যাচ খেলেছেন। রবিবারের ডার্বি জিতে তিন নম্বরে শেষ করে ঘরের মাঠে প্লে অফ খেলতে তৈরি মোহনবাগান।