ISL 2022-23: দলগত খেলা; ফাইনালে যে ব্যক্তিগত দ্বৈরথে নজর থাকবে…

ATK Mohun Bagan vs Bengaluru FC : তারকা ফুটবলাররা এমন মঞ্চে জ্বলে উঠবেন, নায়ক হওয়ার মরিয়া চেষ্টা করবেন এমনটাই প্রত্যাশিত। ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালেও এমন কিছু দ্বৈরথ দেখা যেতে পারে।

ISL 2022-23: দলগত খেলা; ফাইনালে যে ব্যক্তিগত দ্বৈরথে নজর থাকবে...
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 5:17 PM

মারগাও: ফুটবল দলগত খেলা। মাঠে নেমে দু-দলের এগারোজনকে ফুটবলার খেলবেন। বাকিরা রিজার্ভবেঞ্চে। গ্য়ালারিতে সমর্থকদের পরোক্ষ লড়াই। সব মিলিয়ে টিম গেমই। কিন্তু এর মাঝেও কিছু ব্য়ক্তিগত লড়াই দেখা যেতে পারে। ব্য়ক্তিগত দ্বৈরথ। বড় ম্যাচে নায়ক হওয়ার ইচ্ছে কার না থাকে? তেমনই তারকা ফুটবলাররা এমন মঞ্চে জ্বলে উঠবেন, নায়ক হওয়ার মরিয়া চেষ্টা করবেন এমনটাই প্রত্যাশিত। ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালেও এমন কিছু দ্বৈরথ দেখা যেতে পারে। স্নায়ুর চাপ সামলে তাদের লড়াই যেমন জমে উঠতে পারে। তেমনই পাওয়া যেতে পারে কোনও নতুন নায়ককেও। কোন কোন দ্বৈরথে নজর থাকবে? বিস্তারিত TV9Bangla-য়।

বিশাল কাইথ-গুরপ্রীত সিং সান্ধু: এ বারের আইএসএলে গোল্ডেন গ্লাভস জিতেছেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। তেমনই বেঙ্গালুরু এফসি গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু জাতীয় দলেরও এক নম্বর গোলরক্ষক। এ বারের আইএসএলে দু-জনেই দারুণ ছন্দে। ফাইনালে নজর থাকবে এই দ্বৈরথে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এটিকে মোহনবাগানের জয়ের অন্যতম কারিগর বিশাল। টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলেছেন। হায়দরাবাদ এফসির হাভিয়ের সিবেরিওর শট আটকে দিয়ে সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ান। ফাইনালে এই দ্বৈরথে বাড়তি নজর থাকবে।

দিমিত্রি পেত্রোতস বনাম সন্দেশ ঝিঙ্গান: পুরো মরসুমে মোহনবাগান আক্রমণ ভাগের অন্যতম কাণ্ডারি দিমিত্রি পেত্রাতোস। গ্রাউন্ড ফুটবলে যেমন নজর কেড়েছেন, তেমনই তাঁর সেটপিস, যে কোনও প্রতিপক্ষর কাছে আতঙ্ক। অন্য দিকে, বেঙ্গালুরু রক্ষণের অন্য়তম ভরসা সন্দেশ ঝিঙ্গান। রক্ষণ ভাগকে নেতৃত্ব দিচ্ছেন সন্দেশ। পেত্রাতোসকে আটকাতে হিমসিম খেয়েছেন প্রতিরক্ষ রক্ষণ ভাগ। সন্দেশ-পেত্রাতোস দ্বৈরথে বাড়তি নজর থাকবে।

হাভিয়ের হার্নান্ডেজ বনাম কার্ল ম্যাকহিউ: এক সময়ের সতীর্থ। এখন প্রতিপক্ষ। এটিকে মোহনবাগানে খেলেছেন। ২০১৯-২০ মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। সেই দলে ছিলেন দু-জনই। মাঠের বাইরে বন্ধু হলেও আজ প্রতিপক্ষ। নজর থাকবে এই দু-জনের ব্য়ক্তিগত পারফরম্য়ান্সেও। ম্য়াকহিউয়ের পারফরম্য়ান্সে নির্ভর করবে এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগও।

স্লাভকো দামিয়ানোভিচ বনাম রয় কৃষ্ণা: খুব অল্প সময়েই এটিকে মোহনবাগানের ভরসা হয়ে উঠেছেন স্লাভকো দামিয়ানোভিচ। প্রীতম কোটাল, সুভাশিস বসুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণ সামলাচ্ছেন স্লাভকো। উল্টো দিকে, মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণা। তাঁর গতি, গোল করার দক্ষতা যে কোনও প্রতিপক্ষর আতঙ্কের কারণ। রয় কৃষ্ণাকে আটকাতে দামিয়ানোভিচের দক্ষতা এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।