Ashique Kuruniyan : আশিক ঘোড়ার মতো, বলছেন সবুজ মেরুনের সতীর্থ
ATK Mohun Bagan: এটিকে মোহনবাগানে আশিকের সতীর্থ লিস্টন কোলাসো বলছেন, 'ও যেন ঘোড়ার মতো। উইং ধরে দ্রুতগতিতে দৌড়ায়। ওর ফিটনেসও খুব ভালো। জয়ের খিদে প্রচুর। আমাদের দলের জন্য সম্পদ।'

কলকাতা: মলপ্পুরম থেকে কলকাতা। পথের দূরত্ব অনেক। তেমনই পরিশ্রমেরও। এই সফরটা যে খুব একটা সহজ ছিল না আশিক কুরুনিয়ানের। ওই জায়গা থেকে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ক্লাব এটিকে মোহনবাগানের ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন। শুধু তাই নয়, জাতীয় দলেরও নিয়মিত সদস্য। এটা কম কৃতিত্বের নয়। যে জার্সিতেই খেলুন, নিজের ফুটবল দক্ষতার প্রমাণ দিয়েছেন। সুযোগ পেলেই তাঁর যোগ্য়তা বুঝিয়েছেন। সে জন্যই ভারতীয় ফুটবলের অন্যতম সেরা তারকা। ২০ বছর বয়সে পেশাদার ফুটবল জীবন শুরু। এফসি পুনে সিটি, বেঙ্গালুরু এফসি হয়ে এটিকে মোহনবাগানে। পিছন ফিরে তাকাতে হয়নি। স্পেনের ভিয়ারিয়াল ক্লাবের সি দলে প্রশিক্ষণের যে সুযোগ পেয়েছিলেন ভরপুর কাজে লাগিয়েছেন কেরালের এই ফুটবলার। বিস্তারিত TV9Bangla-য়।
এটিকে মোহনবাগানের ভরসাযোগ্য উইঙ্গার খেলতে পারেন ফুল ব্যাক হিসেবেও। বেঙ্গালুরু এফসি-তে চার বছর ছিলেন। আক্রমণের ধার যেন সেখান থেকেই বাড়িয়ে নিয়েছেন। ধারাভাষ্যকার জন হেমের কথায়, ‘আশিক মূলত বাঁ-দিকের প্লেয়ার। যে কোনও পজিশনেই খেলানো যেতে পারে। ফুল ব্য়াকে, লেফ্ট উইংয়ে দক্ষতা বেশি। গোল করার দক্ষতাও রয়েছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে ও যে একজন তারকা ফুটবলার এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’
এটিকে মোহনবাগানে আশিকের সতীর্থ লিস্টন কোলাসো বলছেন, ‘ও যেন ঘোড়ার মতো। উইং ধরে দ্রুতগতিতে দৌড়ায়। ওর ফিটনেসও খুব ভালো। জয়ের খিদে প্রচুর। আমাদের দলের জন্য সম্পদ।’ এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো অনেকটাই ভরসা করেন আশিকের উপর। প্রথম মরসুমেই ১৭ ম্য়াচে সুযোগ পেয়েছেন আশিক। গতিতে প্রতিপক্ষকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করেন আশিক। সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দোর কথায়, ‘আমার কাছে আশিকের সবচেয়ে ইতিবাচক দিক, ও নিজের পজিশনটা খুব ভালো বোঝে। কখন ধরে খেলতে হবে, কখন প্রেসিং ফুটবলে বদলে যেতে হবে, সেটা খুব ভালো বোঝে।’ সোমবার আইএসএলে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম লেগের ম্য়াচ গোলশূন্য় ছিল।





