ISL 2021-22: ওগবেচেদের রুখতে পাল্টা আক্রমণই হাতিয়ার সবুজ-মেরুনের
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হুয়ান ফেরান্দো বলছেন, 'অতীতকে পাল্টাতে পারব না। তবে বর্তমান আর ভবিষ্যৎকে ঠিক করতে পারব। সেটা আমাদের হাতেই রয়েছে। ছেলেদের সেই কথাই বলছি। যদি হায়দরাবাদকে দুটো পর্বেই টেক্কা দিতে পারি তাহলে আমরা ফাইনালে উঠতে পারব। কাপ নিয়ে ফিরতে পারব। আইএসএলের প্লে অফ আর এএফসি কাপ নিয়েই এখন আমাদের ভাবতে হবে।'
ব্যাম্বোলিম: প্রথম ম্যাচ ড্র, দ্বিতীয় ম্যাচে জয়। এ বারের আইএসএলে (ISL) হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) পারফরম্যান্স রেকর্ড। লিগ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হারিয়ে সবুজ-মেরুনের নজরে এ বার আইএসএলের প্লে অপফ। শনিবার ব্যাম্বোলিমে সেমিফাইনালের প্রথম পর্বে হায়দরাবাদকে হারিয়ে অ্যাডভান্টেজ পজিশনে থাকাই লক্ষ্য হুয়ান ফেরান্দোর। লিগ টেবিলে ২ নম্বরে শেষ করেছেন ওগবেচেরা। রয় কৃষ্ণাদের থেকে ১ পয়েন্ট বেশি পেয়েছেন। তবে সেমিফাইনালে হায়দরাবাদকে হারিয়েই ফাইনালে উঠতে মরিয়া প্রীতম, শুভাশিসরা। লিগের শীর্ষস্থান হারানোয় স্বভাবতই হতাশ টিম এটিকে মোহনবাগান। গত বারের মতো এ বারও কাপ আর ঠোঁটের মাঝে ফারাক থেকে গিয়েছে। তবে লিগের শীর্ষস্থান হাতছাড়া করলেও আইএসএলের ট্রফিটা গোয়া থেকে কলকাতায় আনতে চান প্রবীররা। আর তার জন্য সেমিফাইনালের প্রথম ম্যাচটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিকে মোহনবাগানের কাছে। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে অনুশীলন শুরু করেছেন হুগো বোমাস। তবে শনিবার এখনই হয়তো মাঠে নামা হচ্ছে না তাঁর। জামশেদপুরের কাছে হারের পর দলকে মানসিক ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন বাগানের স্প্যানিশ কোচ। অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ফুটবলারদের ভাবার বার্তা ফেরান্দোর।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হুয়ান ফেরান্দো বলছেন, ‘অতীতকে পাল্টাতে পারব না। তবে বর্তমান আর ভবিষ্যৎকে ঠিক করতে পারব। সেটা আমাদের হাতেই রয়েছে। ছেলেদের সেই কথাই বলছি। যদি হায়দরাবাদকে দুটো পর্বেই টেক্কা দিতে পারি তাহলে আমরা ফাইনালে উঠতে পারব। কাপ নিয়ে ফিরতে পারব। আইএসএলের প্লে অফ আর এএফসি কাপ নিয়েই এখন আমাদের ভাবতে হবে।’ হুগো বোমাস না থাকায় সেট পিস থেকে সে রকম ফায়দা তুলতে পারছে না এটিকে মোহনবাগান। সেটা চিন্তায় রাখতে বাগান থিঙ্ক ট্যাঙ্ককে। যদিও ফেরান্দো মুখে সেই কথা বলছেন না। একই সঙ্গে গোল মিসও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফেরান্দো বলছেন, ‘এটাই ফুটবল। গোল পেতে কখনও কখনও ভাগ্যেরও দরকার হয়।’
চলতি আইএসএলে দুরন্ত ছন্দে হায়দরাবাদ এফসি। লিগ শিল্ড না পেলেও ওগবেচে, হোয়াও ভিক্টররা অবশ্যই চিন্তায় রাখছেন বাগান কোচকে। সে কথা স্বীকার করে ফেরান্দো বলেন, ‘ বছর ওরা দুরন্ত ফুটবল খেলছে। শনিবারের ম্যাচ আমাদের কাছে নিঃসন্দেহে বেশ কঠিন। বিদেশিদের পাশাপাশি দেশিও ফুটবলাররাও ভালো পারফর্ম করছে। আকাশ মিশ্র, আশিস রাইরা গত বছর থেকেই নজর কাড়ছে। হায়দরাবাদের কোচিং স্টাফরাও প্রশংসার দাবি রাখে। দলটাকে একসূত্রে বেঁধেছে।’
এ বারের আইএসএলে ১৭ গোল করে ফেলেছেন ওগবেচে। নাইজেরিয়ার স্ট্রাইকারকে রুখতে আলাদা পরিকল্পনা করতেই হবে ফেরান্দোকে। তিরি, সন্দেশের মতো ফুটবলারকে টপকে গোল করাটা যে কোনও স্ট্রাইকারের কাছেই বেশ কঠিন। যদিও ওগবেচের জন্য কি পরিকল্পনা আছে, তা সামনাসামনি বললেন না সবুজ-মেরুন কোচ। প্রায় প্রতি ম্যাচেই রক্ষণ আর মাঝমাঠের মধ্যে একটা শূন্যতা দেখা যাচ্ছে। বোঝাপড়ার অভাবও স্পষ্ট। ফেরান্দো বলছেন, ‘সেটা চিন্তার নয়। তবে আমাদের ওই জায়গায় উন্নতি করতে হবে।’
দুই পর্বে খেলা হওয়ায় গোল করার পাশাপাশি রক্ষণের দিকেও নজর রাখতে হবে। যদিও বাগান কোচ সাফ বলছেন, ‘আমরা শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকব। জেতার মানসিকতা নিয়েই মাঠে নামতে চাই।’
আরও পড়ুন: Cricket: বলে থুতু নিষিদ্ধ করা নিয়ে কী প্রতিক্রিয়া বল প্রস্তুতকারক সংস্থাগুলোর?