Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIAN FOOTBALL: আইএসএলেও এবার থেকে অবনমন?

এএফসি, ফিফার সঙ্গে ভারতীয় ফুটবলের নতুন রূপরেখা তৈরি হচ্ছে।

INDIAN FOOTBALL: আইএসএলেও এবার থেকে অবনমন?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ছবি: টুইটার ছবি: টুইটার ছবি: টুইটারImage Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2022 | 2:20 PM

নয়াদিল্লি: ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে বড় সিদ্ধান্ত। যা নিয়ে প্রবল বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে ভারতীয় ফুটবলে (Indian Football)। আই লিগ ক্লাবের (I League) এক কর্তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ফিফা (FIFA) এবং এএফসির (AFC) সঙ্গে সর্বভারতীয় ফুটবল সংস্থার সভায় ঠিক হয়েছে, এবার থেকেই আই লিগ এবং আইএসএলে চালু হচ্ছে প্রোমোশন এবং রেলিগেশন। এই মরসুম থেকে যদি রেলিগেশন এবং প্রোমোশন চালু হয়,  তাহলে ২০২৩-২৪ থেকে তার প্রভাব পড়বে। আই লিগ চ্যাম্পিয়ন উঠে আসবে আইএসএলে। তেমনই আইএসএলের পয়েন্ট টেবলে শেষে থাকা দল নেমে যাবে আই লিগে। এই অবনমন প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল ২০২০ থেকেই। কোভিডের কারণে অনেক কিছুই স্থগিত ছিল। সম্প্রতি সর্ব ভারতীয় ফুটবল সংস্থার অন্তর্কলহও সামনে এসেছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্কে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বিচারপতি কুরেশির তত্ত্বাবধানে নতুন কমিটি ভারতীয় ফুটবল দেখছে। এএফসি, ফিফার সঙ্গে ভারতীয় ফুটবলের নতুন রূপরেখা তৈরি হচ্ছে। তারই অংশ এই বড় সিদ্ধান্ত।

বিস্তারিত আসছে…