East Bengal: ডার্বিতে নেই সেরা মিডিও, সমাধান খুঁজছেন কার্লেস কুয়াদ্রাত!
Carles Cuadrat on ISL Derby: বোরহা, সিভেরিওকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। বেশ কিছুদিন ধরেই চোট রয়েছে হরমোনজ্যোৎ খাবরার। তার ওপর পাওয়া যাবে না সৌভিককে। গত ডার্বিতে হুগো বোমাসকে মার্কিংয়ে রেখে মোহনবাগানের সাপ্লাই লাইন আটকে দিয়েছিলেন সৌভিক। সুপার কাপ ফাইনালে তাঁর দায়িত্ব ছিল ওডিশা এফসির মিডফিল্ডার আহমেদ জাহুকে নজরে রাখার। সেই কাজ দক্ষতার সঙ্গেই করেছেন।
কলকাতা: কলিঙ্গ সুপার কাপ ট্রফি জিতে ইস্টবেঙ্গল শিবিরে উচ্ছ্বাস। সমর্থকরা সেলিব্রেশনে মেতে থাকলেও টিমের ফোকাস ঘুরে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগে। শনিবাসরীয় ডার্বির প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ টিম ইস্টবেঙ্গল। সুপার কাপ ফাইনালে জয়ের আনন্দের মাঝে অস্বস্তিও রয়েছে। ম্যাচের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়েন সৌভিক চক্রবর্তী। এ মরসুমে ইস্টবেঙ্গল মাঝ মাঠের অন্যতম ভরসা। গত ডার্বিতেও ইস্টবেঙ্গলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। শনিবারের ডার্বিতে পাওয়া যাবে না সৌভিককে। এ ছাড়াও নানা ‘না’ পাওয়া রয়েছে। কী বলছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বোরহা, সিভেরিওকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। বেশ কিছুদিন ধরেই চোট রয়েছে হরমোনজ্যোৎ খাবরার। তার ওপর পাওয়া যাবে না সৌভিককে। গত ডার্বিতে হুগো বোমাসকে মার্কিংয়ে রেখে মোহনবাগানের সাপ্লাই লাইন আটকে দিয়েছিলেন সৌভিক। সুপার কাপ ফাইনালে তাঁর দায়িত্ব ছিল ওডিশা এফসির মিডফিল্ডার আহমেদ জাহুকে নজরে রাখার। সেই কাজ দক্ষতার সঙ্গেই করেছেন। শনিবারের ডার্বিতে তাঁকে না পাওয়া ইস্টবেঙ্গল শিবিরে নিঃসন্দেহে চিন্তার।
দীর্ঘ এক যুগ পর সর্বভারতীয় ট্রফি জিতে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। সৌভিক এবং দুই বিদেশি প্রশ্নে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘ম্যাচটা ১১ বনাম ১১। সুতরাং, আমাদের সমাধান খুঁজে (সৌভিকের না থাকা) নিতে হবে। এই ম্যাচে আমরা চার বিদেশিকে নিয়েই খেলব। টিমের প্রতিটা প্লেয়ারের ওপর আমার বিশ্বাস রয়েছে। আমরা ভালো খেলছি। আরও দুই বিদেশি যোগ দেবে। ওরা আসার পর টিম আরও উন্নতি করবে বলেই মনে করি। আর বোরহা নিজেই ক্লাব ছাড়তে চেয়েছিল, ওকে আটকাতে চাইনি।’