কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে এখনও অবধি মুখোমুখি হয়নি মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলে (ISL) কলকাতা ডার্বির (Kolkata Derby) প্রথম ম্যাচের আগেই জানা গেল, এ মরসুমের দ্বিতীয় বড় ম্যাচের দিনক্ষণ। ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে তা জানানো হয়েছে। একইসঙ্গে এ বছরের ৩০ ডিসেম্বরের পরবর্তী আইএসএল সূচিও ঘোষণা করা হয়েছে। নতুন বছরে কবে রয়েছে প্রথম আইএসএল ডার্বি?
শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের কলকাতা ডার্বিতে নামবে ইস্ট-মোহন। লাল-হলুদ শিবিরের হোম ম্যাচ এটি। ফিরতি লেগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বড় ম্যাচ। ২০২৫ সালের ১১ জানুয়ারি হবে আইএসএলের এ মরসুমের দ্বিতীয় কলকাতা ডার্বি।
পঁচিশের ফেব্রুয়ারিতে হবে ইন্ডিয়ান সুপার লিগে আর এক মিনি ডার্বি। ৫ অক্টোবর মহমেডানকে ৩-০ ব্যবধানে মরসুমের প্রথম মিনি ডার্বিতে হারিয়েছিল সবুজ-মেরুন শিবির। এ বার দ্বিতীয় লেগে মহমেডান ও মোহনবাগানের ম্যাচ ১ ফেব্রুয়ারি। সেই ম্যাচটি হবে বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে।
এই দুই ডার্বির পাশাপাশি কলকাতার দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রথম লেগের ম্যাচ ৯ নভেম্বর। তা হবে সল্টলেক স্টেডিয়ামে। এবং চলতি আইএসএলের দ্বিতীয় লেগে মহমেডান ও ইস্টবেঙ্গলের ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের পয়েন্ট ১০। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পঞ্জাব এফসি। তিনে জামশেদপুর এফসি। ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মহমেডান। আর ৪টি ম্যাচ খেলে ৪টিতেই হেরে শূন্য ঝুলি লাল-হলুদের। পয়েন্ট টেবলের ১৩ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।
MARK YOUR CALENDARS! 📅
ISL 2024-25 FULL FIXTURES ARE OUT NOW! 📝
Read More: https://t.co/anLWgTfIyG
ISL 2024-25 full fixtures 👉 https://t.co/c21rXWlvgR
Download the fixtures 👉 https://t.co/QUhWzcJzoG#ISL #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 | @eastbengal_fc… pic.twitter.com/6ZSRxIk3uj— Indian Super League (@IndSuperLeague) October 16, 2024