East Bengal: সাফল্য ফেরাতে বোর্ড মিটিংয়ে চাকদা এক্সপ্রেসের দাওয়াই
Jhulan Goswami-East Bengal Board Meeting: ম্যানেজমেন্ট তালাল আর হিজাজিকে নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে চায়। তবে চোট সমস্যা এড়াতে আলাদা রিহ্যাব সেন্টারের পরিকল্পনা ইস্টবেঙ্গলের। সোমবার বোর্ড মিটিংয়ে এই প্রস্তাবের কথা জানান বিনিয়োগকারী সংস্থার কর্তা বিভাস আগরওয়াল।

কলকাতা: চোট আঘাত এড়াতে এবার আলাদা রিহ্যাব সেন্টারের ভাবনায় ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা। গত বছর চোট আঘাতের কারণে একাধিক ফুটবলার মাঝপথে ছিটকে গিয়েছেন। যার মাসুল গুনতে হয়েছে দলকে। কুয়াদ্রাতের আমলে প্রাক মরসুম প্রস্তুতি নিয়ে বিস্তর প্রশ্ন চিহ্ন তৈরি হয়। যার ফল দেখা যায় মরসুমের মাঝপথে। একটা দীর্ঘ সময় ধরে চোটের তালিকায় থাকেন মাদিহ তালাল, হিজাজি মাহেররা। তালালকে নতুন মরসুমের শুরুতেও পাওয়া যাবে না। ম্যানেজমেন্ট তালাল আর হিজাজিকে নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে চায়। তবে চোট সমস্যা এড়াতে আলাদা রিহ্যাব সেন্টারের পরিকল্পনা ইস্টবেঙ্গলের। সোমবার বোর্ড মিটিংয়ে এই প্রস্তাবের কথা জানান বিনিয়োগকারী সংস্থার কর্তা বিভাস আগরওয়াল।
ভালো দল গড়ার লক্ষ্যে এবারও ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, গত বছরের চেয়ে এবারের বাজেট বাড়ানো হচ্ছে। শক্তিশালী দল গড়তে বাজেট নিয়ে ভাবতে চাইছে না কর্তারা। বৈঠক শেষে অন্তত এমনটাই জানালেন লাল-হলুদ কর্তারা। বেশ কিছু বিদেশি ফুটবলারের নাম ভাসছে। মিগুয়েল আর ইভান প্রায় চূড়ান্ত। ট্রান্সফার উইন্ডো খুললেই হয়তো একে একে ফুটবলারদের নাম সরকারি ভাবে জানানো হবে। এছাড়া বাকি বিদেশি ফুটবলার রিক্রুটেও জোর দিচ্ছে ম্যানেজমেন্ট। কোচ অস্কার ব্রুজোর দেওয়া তালিকা মেনেই দল গঠনের কাছে নেমেছে ইস্টবেঙ্গল। হেড অফ ফুটবল থাংবই সিংটোও দলগঠনের কাজে নেমে পড়েছেন অনেকদিন আগে। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ইস্টবেঙ্গলের টার্গেটে আছে। মেহতাব সিং, রাহুল বেকেদের কাছে ইতিমধ্যেই অফার গিয়েছে। ২ বছরের চুক্তিতে বিপিন সিং সই করে দিয়েছেন।
ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ে এদিন উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী। ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্য ঝুলন। ভালো দল গড়ার জন্য কর্তাদের কাছে নিজের প্রশ্ন তোলেন চাকদা এক্সপ্রেস। অন্যান্য টুর্নামেন্টে সাফল্য এলেও, আইএসএলে সুপার ফ্লপ ইস্টবেঙ্গল। এটা কেন হচ্ছে সেই প্রশ্নই তোলেন ঝুলন। দলের ফুটবলের উন্নতির স্বার্থে প্রয়োজনে ঝুলনকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের।





