Super Cup: সুপার কাপে আজ ‘সুপার্ব’ শুরুর লক্ষ্যে নামছে দুই প্রধান
Kalinga Super Cup: East Bengal, Mohun Bagan Preview: গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, হায়দরাবাদ, মোহনবাগান, শ্রীনিধি। গ্রুপ থেকে মাত্র একটি দল সেমিফাইনালে যাবে। স্বাভাবিক ভাবেই ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানের মধ্যে কোনও একটি দলেরই সুযোগ থাকবে। তবে এই দু-দলই শুধু দৌড়ে রয়েছে, তা নয়। হায়দরাবাদ এফসিকে ভুললে চলবে না। আইএসএল-র ক্লাবগুলিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আই লিগের শ্রীনিধি ডেকানও।

আজ থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে এই টুর্নামেন্ট নানা কারণেই আনন্দের। বিশেষ করে বলতে হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের কথা। ইন্ডিয়ান সুপার লিগে বিরতি। দীর্ঘ বিরতির পর আইএসএল শুরুর পর পারফরম্যান্সে উন্নতি করাই লক্ষ্য থাকবে দু-দলের। এর জন্য সুপার কাপকে একদিকে যেমন ট্রফি জয়ের সুযোগ বলা যেতে পারে, তেমনই নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নেওয়ার মঞ্চও। প্রথম দিনই মাঠে নামছে কলকাতার দুই প্রধান। তবে মুখোমুখি নয়। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আইএসএলেরই আর এক ক্লাব হায়দরাবাদ এফসি। মোহনবাগান খেলবে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলার ফুটবল প্রেমীদের কাছে সুপার কাপে আনন্দের আরও একটা কারণ কলকাতা ডার্বি। ডুরান্ড কাপে দুটি ডার্বি হলেও সেটা ছিল মরসুমের শুরুর দিকে। ফলে সেই অর্থে দু-দলই ‘প্রস্তুত’ ছিল না। ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি এখনও হয়নি। সুপার কাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দু-দল। মরসুমের মাঝপথে হওয়ায় আকর্ষণীয় একটা ম্যাচের অপেক্ষা। আর এই ম্যাচটিই হয়তো নকআউটে যাওয়ার নকআউট হয়ে দাঁড়াতে পারে!
গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, হায়দরাবাদ, মোহনবাগান, শ্রীনিধি। গ্রুপ থেকে মাত্র একটি দল সেমিফাইনালে যাবে। স্বাভাবিক ভাবেই ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানের মধ্যে কোনও একটি দলেরই সুযোগ থাকবে। তবে এই দু-দলই শুধু দৌড়ে রয়েছে, তা নয়। হায়দরাবাদ এফসিকে ভুললে চলবে না। আইএসএল-র ক্লাবগুলিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আই লিগের শ্রীনিধি ডেকানও।
আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ এফসি। আইএসএলে প্রথম পর্ব ইস্টবেঙ্গলের কাছে ভালোয়-মন্দয় কেটেছে। সুপার কাপে ভালো পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। হায়দরাবাদ এফসিরও লক্ষ্য থাকবে একই। সেমিফাইনালের দরজা খোলা রাখতে জয় ছাড়া বিকল্প নেই। ড্র হলে গ্রুপের বাকি দুটি দলের জন্য সুবিধা করে দেবে।
দিনের দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান ও শ্রীনিধি ডেকান। আইএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। এ মরসুমের শুরুটাও বিধ্বংসী হয়েছিল। যদিও হারের হ্যাটট্রিকে বছর শেষ হয়েছে মোহনবাগানের। সরিয়ে দেওয়া হয়েছে কোচ হুয়ান ফেরান্দোকে। নতুন বছরে মোহনবাগানের কাছে সবই শুন্য় থেকে নতুন করে শুরুর পালা। তেমনই আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানের লক্ষ্য থাকবে ‘ভাঙাচোরা’ মোহনবাগানকে হারিয়ে চমক দেওয়া। সবুজ মেরুন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে ফিরেছেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি।
ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, দুপুর ২টো
মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকান এফসি, সন্ধে ৭.৩০
স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার





