East Bengal: ফের বাগান তছনছের ছক? কোচ কার্লেস যা বললেন…
Durand Cup, Kolkata Derby: মরসুমের প্রথম ডার্বিতে বাজিমাত করেছিল ইস্টবেঙ্গল। আট ম্যাচ পর ডার্বি জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ। স্বপ্নভঙ্গ হয়েছিল টানা নবম ডার্বি জয়ের লক্ষ্যে নামা সবুজ-মেরুনের। সেই হারের বদলা কি ফাইনালে সুদে-আসলে তুলবে মোহনবাগান? ফাইনালের আগে সতর্ক ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।

ক্রীড়াপ্রেমীদের জন্য একেবারে জমজমাট উইকএন্ড। শনিবার এশিয়া কাপে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। রবিবার সন্ধেয় আবার ডুরান্ড কাপের ফাইনাল। আরও ভালো করে বললে, কলকাতা ডার্বি। ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ফের মুখোমুখি ইস্ট-মোহন। ডুরান্ড কাপের সবচেয়ে সফল কলকাতার দুই প্রধান। মরসুমের প্রথম ডার্বিতে বাজিমাত করেছিল ইস্টবেঙ্গল। আট ম্যাচ পর ডার্বি জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ। স্বপ্নভঙ্গ হয়েছিল টানা নবম ডার্বি জয়ের লক্ষ্যে নামা সবুজ-মেরুনের। সেই হারের বদলা কি ফাইনালে সুদে-আসলে তুলবে মোহনবাগান? ফাইনালের আগে সতর্ক ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রেস কনফারেন্সে একাধিক বিষয় তুলে ধরেছেন স্প্যানিশ কোচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের ডুরান্ড কাপের শুরুটা নাটকীয় হয়েছিল ইস্টবেঙ্গলের। মরসুমের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ড্র করেছিল কুয়াদ্রাতের টিম। পরের ম্যাচে জিতে লড়াইয়ে ফিরেছিল লাল-হলুদ। যুবভারতীতে বসে শনিবার সকালে কার্লেস বললেন, ‘প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিলাম। পরের ম্যাচ ছিল ডার্বি। আমরা জিতেছিলাম। তারপরেই টিমের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।’
ডুরান্ড ফাইনালে আবহাওয়া কি কোনও তফাৎ গড়ে দিতে পারে? লাল-হলুদ কোচের ঝটিতি জবাব, ‘আবহাওয়ার দুটো দলের জন্য একই রকম থাকবে। আমরা এখানে প্র্যাক্টিস ম্যাচ খেলেছি। সমস্যা হবে না। এই পরিবেশে খেলার অভ্যেস ফুটবলারদের আছে।’ ইস্টবেঙ্গল কোচ ডার্বি ফাইনালের আগে অবশ্য স্বীকার করেছেন দলে এখনও একাধিক জায়গায় উন্নতি করতে হবে। ‘এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে। একটা প্রজেক্ট সবে শুরু হয়েছে। সময় লাগবে সব ঠিক করতে। ক্লেটন এখনও প্রথম একাদশে শুরু করতে পারেনি।’
ইস্টবেঙ্গল কোচ কার্লেস মোহনবাগান সম্পর্কে একই রকম শ্রদ্ধাশীল। তাঁর কথায়, ‘ওরা এএফসি কাপ খেলছে। নেপাল, বাংলাদেশ এমনকি ভারতের চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। মুম্বই এফসিকেও হারিয়েছে। বাগানও নিশ্চিত ভাবে ফাইনালের জন্য তৈরি হচ্ছে। ডার্বি ফাইনাল ভীষণ গুরুত্বপূর্ণ। মোহনবাগান পর পর দু’টো ম্যাচ হারতে চাইবে না। আমাদের পয়লা মিনিট থেকে সতর্ক থাকতে হবে।’
ম্যাচ নিয়ে কী পরিকল্পনা, কুয়াদ্রাত পরিষ্কার করে দিয়েছেন। ‘৯০ মিনিট খেলতে হবে। তার পর টাইব্রেকার। কেউই পেনাল্টিতে যেতে চাইব না। ওরা নির্ধারিত সময়ে খেলা শেষ করতে চাইবে। আমরাও সেটাই চাইব। এটা পরিষ্কার যে আমাদের জেতাই মূল লক্ষ্য। টিমে অনেক নতুন প্লেয়ার। কঠিন সময় পেরিয়ে ফাইনালে উঠেছি। এ বার ট্রফি জিততেই হবে।’
ক্লেটন, সৌভিক, পারদোকে নিয়ে অবশ্য চিন্তায় ইস্টবেঙ্গল কোচ। কার্লেস বলেন, ‘ক্লেটন, পারদো পুরো ফিট নয়। এ সবের বাইরে গিয়ে বলতে পারি, আমরা মানসিক ভাবে তৈরি। সেটাই কিন্তু আসল।’ কুয়াদ্রাতের পাশে বসে ইস্টবেঙ্গলের তারকা বোরহা বলেন, ‘আমরা ডার্বি জিততে চাই। ফাইনাল জিততে চাই। দু’টো দলই জিততে চাইবে। দুটো টিমের কাছেই গুরত্বপূর্ণ একটা ফাইনাল।’ লাল-হলুদ জার্সির সঙ্গে স্পেনের বিরাট মিল। এই নিয়ে প্রশ্ন করতেই বোরহা হাসতে হাসতে বলল, ‘হ্যাঁ অনেকটাই দেশের জার্সির মতো। তবে লোগোটাই যা আলাদা।’
ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ — ৪-৩-২-১ এই ছকে খেলতে পারে ইস্টবেঙ্গল।
গোলরক্ষক: গিল
খবরা, জর্ডন, নুঙ্গা, মন্দার
ক্রেসপো, পারডো, এডউইন
মহেশ, নন্দ
সিভেরিও





