ISL, Kolkata Derby: শনিবার বড় ম্যাচ, কী পরিস্থিতি ইস্টবেঙ্গল-মোহনবাগান শিবিরের?

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 16, 2024 | 9:29 PM

Mohun Bagan vs East Bengal: আইএসএলে হারের হ্যাটট্রিকের পর দায়িত্ব ছেড়েছেন হেড কোচও। নতুন কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে অস্কারকে। মোহনবাগানের পারফরম্যান্স ওঠা-নামা করলেও অনেকটা গুছিয়ে নিতে পেরেছে তারা। শনিবারের বড় ম্যাচের আগে দুই শিবিরের কী পরিস্থিতি? জেনে নেওয়া যাক...।

ISL, Kolkata Derby: শনিবার বড় ম্যাচ, কী পরিস্থিতি ইস্টবেঙ্গল-মোহনবাগান শিবিরের?
Image Credit source: X

Follow Us

ডুরান্ড কাপে বড় ম্যাচ বাতিল হয়েছিল। স্বাভাবিক ভাবেই ইন্ডিয়ান সুপার লিগের কলকাতা ডার্বির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। মরসুমের অনেকটা সময় কেটেছে। দুটো দলই পর্যাপ্ত সময় পেয়েছিল দল গুছিয়ে নেওয়ার। ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অবশ্য ভরসা দিতে পারেনি। আইএসএলে হারের হ্যাটট্রিকের পর দায়িত্ব ছেড়েছেন হেড কোচও। নতুন কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে অস্কারকে। মোহনবাগানের পারফরম্যান্স ওঠা-নামা করলেও অনেকটা গুছিয়ে নিতে পেরেছে তারা। শনিবারের বড় ম্যাচের আগে দুই শিবিরের কী পরিস্থিতি? জেনে নেওয়া যাক…।

মোহনবাগান: চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে আলবার্তো রডরিগেজ। যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে বল পায়ে অনুশীলন করলেন বাগানের স্প্যানিশ ডিফেন্ডার। এদিকে রাগবি খেলতে দেখা গেল জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেনদের। অস্ট্রেলিয়ায় জনপ্রিয় রাগবি। ডার্বির আগে রাগবি বল নিয়ে খেলায় মাতলেন জেমি, দিমিরা। রাগবি আবার ফুটবলারদের ফিটনেস বজায় রাখার কৌশলও। বড় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে মোহনবাগান। কোচ মোলিনাও ছক কষছেন ডার্বি জয়ের। বড় ম্যাচ জিতে পায়ের তলার মাটি শক্ত করতে চান মোলিনা।

ইস্টবেঙ্গল: ইন্ডিয়ান সুপার লিগের এ মরসুমে ৪ ম্যাচে ৪টে-তেই হার। নতুন কোচ অস্কার ব্রুজো এখনও ভিসা পাননি। ডার্বিতে ডাগ আউটে থাকার সম্ভাবনা বাড়ছে বিনো জর্জের। যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে বৃষ্টির মধ্যেই প্র্যাক্টিস ইস্টবেঙ্গলের। বড় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর সংকল্প ক্লেটন, ক্রেসপোদের। চোট সারিয়ে অনেকটাই ফিট দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। ডার্বিতে মাঠে নামতে মুখিয়ে। এদিকে চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন নিশু কুমারের। নিশুকে পেলে দলের রক্ষণ কিছুটা মজবুত হতে পারে। কলকাতা লিগের ডার্বি জিতেছেন বিনো জর্জ। শনির ডার্বিতেও ম্যাচ পকেটে পুড়তে চাইছেন। ডার্বি জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আশায় সৌভিক, তালালরা।

এই খবরটিও পড়ুন

লাল হলুদ শিবিরে অস্বস্তিও রয়েছে। বুধবার অনুশীলনে আসেননি নাওরেম মহেশ সিং। আচমকাই চিন্তা বাড়ল লাল-হলুদ শিবিরে। আগের দিন অনুশীলনে চোট পেয়েছিলেন মহেশ। আজ তাই বিশ্রাম নিয়েছেন। শনিবারের ডার্বির আগে মহেশকে নিয়ে হঠাৎই সংশয়ের মেঘ।

Next Article