Mohun Bagan: নির্বাচনী আবহাওয়ায় শিল্ড জয়ের মিষ্টিমুখ, কার্যকরী কমিটির বৈঠকের দিনও ঠিক হয়ে গেল মোহনবাগানে

Mohun Bagan Club Election: নির্বাচন সংক্রান্ত সমস্ত কার্যকলাপ তদারকি করবে ওই বোর্ড। কোন পদ্ধতিতে মোহনবাগানের নির্বাচন হবে তাও ঠিক করবে ওই নির্বাচনী কমিটি। আইনি পরামর্শের জন্য আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের পরামর্শ নেয় মোহনবাগান ক্লাব।

Mohun Bagan: নির্বাচনী আবহাওয়ায় শিল্ড জয়ের মিষ্টিমুখ, কার্যকরী কমিটির বৈঠকের দিনও ঠিক হয়ে গেল মোহনবাগানে
Image Credit source: OWN Arrangement

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 10, 2025 | 5:33 PM

মোহনবাগানে নির্বাচনের দামামা। ২০ মার্চ মোহনবাগানের কার্যকরী কমিটির পরবর্তী বৈঠক। ওই বৈঠকেই নির্বাচনী বোর্ডের হাতে দায়িত্ব তুলে দেবে কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড গঠন হবে। নির্বাচন সংক্রান্ত সমস্ত কার্যকলাপ তদারকি করবে ওই বোর্ড। কোন পদ্ধতিতে মোহনবাগানের নির্বাচন হবে তাও ঠিক করবে ওই নির্বাচনী কমিটি। আইনি পরামর্শের জন্য আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের পরামর্শ নেয় মোহনবাগান ক্লাব।

ইন্ডিয়ান সুপার লিগে টানা দু-বার লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। এ বার নকআউট ট্রফিতেও নজর। ঘরের মাঠে শেষ লিগ ম্যাচে এফসি গোয়াকে হারানোর পর মোহনবাগানের প্লেয়ারদের মেডেল পরিয়ে দেওয়া হয়। ক্যাপ্টেন শুভাশিসের হাতে তুলে দেওয়া হয় সম্মানের শিল্ড। ক্লাবে নির্বাচনী হাওয়ার মাঝে উৎসবের মেজাজও। এ দিন ক্লাবে আসেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। তিনি ক্লাবে মিষ্টি নিয়ে আসেন। বর্তমান সচিব দেবাশিস দত্ত মিষ্টিমুখ করেন।

মোহনবাগানের নির্বাচন নিয়ে ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০ মার্চ পরবর্তী ইসি মিটিং থেকে চার্জ ইলেকশন বোর্ডকে হ্যান্ডওভার করা হবে। অসীম রায় নেতৃত্ব দেবেন কমিটিকে। ওই মিটিং থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইলেকশন বোর্ড গঠন করে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ তাদের হাতে তুলে দেওয়া হবে।’

কুণাল ঘোষ আরও যোগ করেন, ‘আমাদের ক্লাবের সংবিধান অনুযায়ী, আইন বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছে। ক্লাব আমাদের মেয়াদের মধ্যে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে। নিয়োগপত্র পাঠানো হবে ২০ তারিখ। নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় নির্বাচনী বোর্ড ঠিক করবে। ইসি ঠিক করেছি, এর মধ্যে ঢুকব না। অসীম রায় ঠিক করবেন কোন পদ্ধতিতে হবে।’ এর মাঝেই কুণাল ঘোষ আরও জানান, ২০ মার্চ মালিদের ঘর উদ্বোধন করা হবে ক্লাবে। ভাসিয়া মালির নামে উদ্বোধন হবে ভাসিয়া মালি ভবন। এরপর কার্যকরী কমিটির বৈঠক শুরু হবে ৫টায়।