প্যারিস: গত মাসেই ব্যালন ডি’ওর (Ballon d’Or) জিতেছেন লিওনেল মেসি (Lionel Messi)। রেকর্ড ৭ বার ব্যালন ডি’ওর জিতে নজির গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এর আগে ব্যান ডি’ওর ট্রফি নিয়ে প্যারিসের মাঠে এসেছেন মেসি। এ বার মেসির জন্য বিশেষ জার্সি পরে মাঠে খেললেন এমবাপেরা (Mbappe)।
রবিবার লিগ ওয়ানের (Ligue 1) ম্যাচে মোনাকোর (Monaco) বিরুদ্ধে বিশেষ জার্সিতে মাঠে নামেন পিএসজির (PSG) ফুটবলাররা। জার্সির পিছনে নাম আর নম্বরের তলায় সোনালি রংয়ের সাতটা ব্যালন ডি’ওরের ছবি। জার্সির পিছনে নাম আর নম্বরও সোনালি রংয়ের। রবার্ট লেওয়ানডস্কিকে হারিয়ে এ বার ব্যালন ডি’ওর সম্মান জেতেন এলএম টেন।
✨✨#Ligue1 | #PSGASM pic.twitter.com/ShqL7sAXIg
— Paris Saint-Germain (@PSG_inside) December 12, 2021
Un flocage spécial #BallonDor pour ce soir ! ?
Retrouvez la collection ????? ?????? ?’?? ???? sur https://t.co/2fYHHLq0nb et dans nos boutiques du Megastore et des Champs-Élysées ! #PSGASM pic.twitter.com/GBViPvtnnR
— Paris Saint-Germain (@PSG_inside) December 12, 2021
Retrouvez la collection ????? ?????? ?’?? ???? au Megastore et à la Conciergerie du Parc des Princes ce soir, en quantité limitée ! ?
À retrouver également dans nos boutiques et sur https://t.co/2fYHHLq0nb ! ✨#PSGASM pic.twitter.com/GaEDbFEuGQ
— Paris Saint-Germain (@PSG_inside) December 12, 2021
?? #BallonDor#PSGASM pic.twitter.com/FpNNQFn4S2
— Paris Saint-Germain (@PSG_inside) December 12, 2021
ম্যাচে মোনাকোকে ২-০ গোলে হারায় প্যারিস সাঁ জাঁ। খেলার প্রথমার্ধেই পিএসজির হয়ে জোড়া গোল এমবাপের। ১২ মিনিটে ডি’মারিয়াকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় প্যারি সাঁ জাঁ। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ৪৫ মিনিটে মেসির পাস থেকে গোল করে মোনাকোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফরাসি সুপারস্টার।
আরও পড়ুন: India Tour Of South Africa: অনুশীলনে হাতে চোট পেলেন হিটম্যান