AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Tour Of South Africa: অনুশীলনে হাতে চোট পেলেন হিটম্যান

নেট সেশনে ব্যাটিং অনুশীলন করার সময় আচমকাই হাতে চোট পান ভারতের নতুন সহ অধিনায়ক রোহিত শর্মা। থ্রো ডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্রর (Raghavendra) বাউন্সার ডেলিভারি মারতে গিয়ে মিস করেন রোহিত। বল এসে লাগে হাতে। সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে ফেলেন। বেশ ব্যথা অনুভব করেন রোহিত শর্মা। কিছুক্ষণের জন্য সবাই চিন্তিত হয়ে পড়েন। যদিও পরে ঠিক হয়ে যান হিটম্যান।

India Tour Of South Africa: অনুশীলনে হাতে চোট পেলেন হিটম্যান
অনুশীলনে চোট পেলেন রোহিত। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 3:11 PM
Share

মুম্বই: প্রোটিয়া সফরের আগেই ভারতীয় শিবিরে চোট আতঙ্ক। অনুশীলনে হাতে চোট পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গতকালই মুম্বইয়ে অনুশীলন করেন রোহিত-রাহুলরা (KL Rahul)। আজ থেকে ৩ দিনের কোয়ারান্টিনে থাকবে ভারতীয় দল। তারপরই ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে টিম ইন্ডিয়া।

নেট সেশনে ব্যাটিং অনুশীলন করার সময় আচমকাই হাতে চোট পান ভারতের নতুন সহ অধিনায়ক রোহিত শর্মা। থ্রো ডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্রর (Raghavendra) বাউন্সার ডেলিভারি মারতে গিয়ে মিস করেন রোহিত। বল এসে লাগে হাতে। সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে ফেলেন। বেশ ব্যথা অনুভব করেন রোহিত শর্মা। কিছুক্ষণের জন্য সবাই চিন্তিত হয়ে পড়েন। যদিও পরে ঠিক হয়ে যান হিটম্যান।

রোহিতের চোটের অবস্থা কি রকম তার আপডেট পরবর্তীতে আরও দেওয়া হবে। পাঁচ বছর আগে এ রকমই নেট সেশনে অনুশীলন করার সময় আঙুল ভেঙেছিল অজিঙ্কা রাহানের। যদিও ভারতীয় টিম সূত্রের খবর, রোহিতের চোট তেমন গুরুতর নয়। একান্তই যদি চোট গুরুতর হয়, সেক্ষেত্রে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ম্যাচে ময়াঙ্ক আগারওয়াল-কেএল রাহুল ওপেনিং জুটিকে দেখা যেতে পারে। চলতি ক্যালেন্ডার বর্ষে টেস্টে সবচেয়ে বেশি রানের নিরিখে জো রুটের পরেই রয়েছেন হিটম্যান। মোট রান ৩৬৮। ব্যাটিং গড় ৫২-এর উপর।

২৬ তারিখ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। ৩ জানুয়ারি জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১১ তারিখ থেকে কেপটাউনে সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ১৯ তারিখ থেকে শুরু একদিনের সিরিজ। প্রথম দুটো ওয়ানডে হবে পার্লে। শেষ ওয়ানডে কেপটাউনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: Indian Cricket: বিরাটের নেতৃত্ব দারুণ উপভোগ করেছেন, বলছেন রোহিত