AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: বিরাটের নেতৃত্ব দারুণ উপভোগ করেছেন, বলছেন রোহিত

রোহিত বলেছেন, 'পাঁচটা বছর ধরে সামনে থেকে ভারতীয় টিমের নেতৃত্ব দিয়েছে বিরাট। আমরা মাঠে নেমেছি প্রতিটা ম্যাচ জেতার তীব্র খিদে নিয়ে। এটাই ছিল টিমের কাছে বিরাটের বার্তা। ওর নেতৃত্বে প্রচুর ম্যাচ খেলেছি। আর সে সব মুহূর্ত আমি দারুণ উপভোগ করেছি।'

Indian Cricket: বিরাটের নেতৃত্ব দারুণ উপভোগ করেছেন, বলছেন রোহিত
বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 2:31 PM
Share

মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) ক্যাপ্টেন্সিতে খেলা পাঁচটা বছর চুটিয়ে উপভোগ করেছেন। বিসিসিআই (BCCI) টিভিকে দেওয়া এক সাক্ষাত্‍কারে এমনই বললেন ভিকে-র পরিবর্তে সাদা বলের অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাটকে সরিয়ে তাঁকে ক্যাপ্টেন করার পর তীব্র বিতর্র চলছে সব মহলে। বোর্ডের রাজনীতির শিকার হয়েছেন বিরাট, এমনও বলা হচ্ছে। তার মধ্যে রোহিতের প্রশংসা কিছুটা হলেও বিতর্ক কমাচ্ছে।

রোহিত বলেছেন, ‘পাঁচটা বছর ধরে সামনে থেকে ভারতীয় টিমের নেতৃত্ব দিয়েছে বিরাট। আমরা মাঠে নেমেছি প্রতিটা ম্যাচ জেতার তীব্র খিদে নিয়ে। এটাই ছিল টিমের কাছে বিরাটের বার্তা। ওর নেতৃত্বে প্রচুর ম্যাচ খেলেছি। আর সে সব মুহূর্ত আমি দারুণ উপভোগ করেছি।’

২০১৩ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার পর থেকে ধরলে একটাও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। মাসখানেক আগে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে ছিটকে গিয়েছে ভারত। আর তার জন্য বিরাটের কম সমালোচনা হয়নি।

রোহিত কিন্তু বলে দিচ্ছেন, ‘যে কোনও টুর্নামেন্টের শেষটা কেমন হল, তা দেখার আগে আমাদের অনেক কিছু বিষয় ঠিক করতে হয়। ২০১৩ সালে আমরা শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। তার পরের চ্যাম্পিয়ন্স ট্রফিগুলোতে কিন্তু আমরা কোনও ভুল করিনি। টিম হিসেবে আমরা ভালো খেলেছি। কিন্তু একটা টুর্নামেন্ট জিততে হলে আরও কয়েক ইঞ্চি এগোতে হয়। সেটা পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটের দাবি সব সময় বেশি। যে কারণে ওই রকম ঘটে। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে।’

আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতার জন্য অনেক ভুল ঠিক করে নিতে হয়। সেই সব ভুল শুধরে নেওয়ার উপরেই ফোকাস করবেন তিনি। রোহিতের কথায়, ‘সামনে বেশ কয়েকটা বিশ্বকাপ আছে। আর টিম হিসেবে ভারত ভালো কিছিু করতে চায়। ট্রফি জেতাটা আমাদের লক্ষ্য, কিন্তু তা জিততে হলে একটা প্রক্রিয়া ফলো করতে হয়। ভুল শুধরে নিতে হয়। তারপর কাপ জেতার দিকে ফোকাস করতে হয়।’

সাদা বলের ক্যাপ্টেন হিসেবে রোহিতের লক্ষ্য, টিমে যাঁরা সুযোগ পাবেন, তাঁরা যেন নিজেদের ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। ‘আমি চেষ্টা করব, টিমমেটরা যাতে নিজেদের ভূমিকা বুঝতে পারে। আর সেই মতো মাঠে নেমে পারফর্ম করতে পারে।’

আরও পড়ুন: India vs South Africa: টানা ব্যর্থতায় শিখর ধাওয়ানের দলে ফেরা প্রশ্নের মুখে