AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: এটাই শেষ কোপা আমেরিকা? ফাইনালে উঠেই অবসর নিয়ে লিওনেল মেসি যা বললেন

Copa America 2024: লিওনেল মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। ফুটবল মহলে এখন এটাই প্রশ্ন যে, লিও মেসি কি কেরিয়ারের শেষ কোপা আমেরিকা খেলছেন? ফাইনালে ওঠার পর আর্জেন্টাইন তারকা যা বলেছেন, তাতে তাঁর অবসর নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়েছে। ঠিক কী বলেছেন তিনি?

Lionel Messi: এটাই শেষ কোপা আমেরিকা? ফাইনালে উঠেই অবসর নিয়ে লিওনেল মেসি যা বললেন
এটাই শেষ কোপা আমেরিকা? ফাইনালে উঠেই অবসর নিয়ে লিওনেল মেসি যা বললেনImage Credit: X
| Updated on: Jul 10, 2024 | 2:44 PM
Share

কলকাতা: ফুটবল বিশ্বের দুই মহাতারকা এ বার বুটজোড়া তুলে রাখবেন? চর্চা চলছে। কথা হচ্ছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে। রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, এ বারই কেরিয়ারের শেষ ইউরো কাপ খেলেছেন। তাঁর কেরিয়ারের শেষ ইউরো কাপ ভালো কাটেনি। কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। অন্যদিকে এলএম টেনের আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। ফুটবল মহলে এখন এটাই প্রশ্ন যে, লিও মেসি কি কেরিয়ারের শেষ কোপা আমেরিকা খেলছেন? ফাইনালে ওঠার পর আর্জেন্টাইন তারকা যা বলেছেন, তাতে তাঁর অবসর নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়েছে। ঠিক কী বলেছেন তিনি?

কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ফাইনালে উঠে মেসি বলেন, ‘আমি মুহূর্তগুলো উপভোগ করছি। ঠিক যেমন গত বারের কোপা আমেরিকা, গত বারের বিশ্বকাপ উপভোগ করেছি। এই শেষের লড়াইগুলো আমি বেশ উপভোগ করি।’ লা পুলগা এই কথার মধ্যে দিয়েই কি কোপায় অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন? ফুটবল মহলে শুরু হয়েছে এই নিয়ে আলোচনা।

মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল ম্যাচের শেষে মেসি বলেন, ‘আমাদের সামনে আরও একটা ফাইনাল। ফের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যা সহজ হবে না।’ এ বারের কোপা আমেরিকায় সেমিফাইনালের আগে গোল পাননি আর্জেন্টিনার ক্যাপ্টেন। কানাডার বিরুদ্ধে গোল করেছেন। গড়েছেন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এখন মেসির ১০৯টি গোল। তিনি রয়েছেন রোনাল্ডোর ঠিক পরেই।

লিওনেল মেসির কথায়, এ বারের কোপা বেশ কঠিন ছিল। তাঁদের কখনও খারাপ পিচে খেলতে হয়েছে। কখন আবার অতিরিক্ত গরমে নাজেহাল হতে হয়েছে। শক্তিশালী দলগুলোর মোকাবিলা করতে হয়েছে। সব মিলিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ বার এলএম টেন বলেছেন, ‘আমরা ফাইনালে উঠেছি। এ বার মুহূর্তটা উপভোগ করতে চাই।’