Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: ‘আমরা দেখেছি পুলিশ কীভাবে মানুষগুলোকে মারছিল’, উত্তপ্ত মারাকানা নিয়ে যা বললেন মেসি

FIFA World Cup Qualifiers, Brazil vs Argentina: ব্রাজিলের জনপ্রিয় স্টেডিয়াম মারাকানায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে দুই দলের ফুটবল প্রেমীরা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, গ্যালারিতে হাতাহাতি শুরু করে দেন। যে কারণে, নির্ধারিত সময়ে ম্যাচও শুরু হয়নি। পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জও করে।

Lionel Messi: 'আমরা দেখেছি পুলিশ কীভাবে মানুষগুলোকে মারছিল', উত্তপ্ত মারাকানা নিয়ে যা বললেন মেসি
Lionel Messi: 'আমরা দেখেছি পুলিশ কীভাবে মানুষগুলোকে মারছিল', মারাকানায় মারামারি নিয়ে যা বললেন মেসি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 11:43 PM

রিও ডি জেনেইরো: হাইভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকদের উত্তেজনা নতুন কিছু নয়। কিন্তু ম্যাচের আগে দুই দলের সমর্থকদের মারামারি একেবারেই কাম্য নয়। ব্রাজিলের জনপ্রিয় স্টেডিয়াম মারাকানায় বুধবার সকাল সকাল ছিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) ম্যাচ। তাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগেই দেখা যায় বিপত্তি। দুই দলের জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাজিল পুলিশ লাঠি চার্জ করে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রিও পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের উপর বেশি লাঠি চার্জ করতে থাকেন। আর্জেন্টিনার ফুটবলাররা সেই ঝামেলা থামানোর চেষ্টা করেন। মারাকানায় মারামারি নিয়ে যা বললেন লিওনেল মেসি (Lionel Messi), বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মারাকানায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের ওপর রিও পুলিশের লাঠি চার্জ নিয়ে মেসি বলেছেন, ‘মানুষগুলোকে ওরা (পুলিশ) কীভাবে মেরেছে, সেটা আমরা দেখেছি। (কোপা) লিবার্তোদোরেসের ফাইনালেও এমন হয়েছিল। আমরা লকার রুমে চলে গিয়েছিলাম কারণ, মনে হয়েছিল ওটাই সঠিক উপায়, সবকিছু ঠাণ্ডা করার। যে কোনও কিছু হতে পারত।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এক পুলিশের হাত থেকে ব্যাটন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কারণ, ওই পুলিশ সমর্থকদের উপর লাঠি চার্জ করছিলেন। সেই সময় আর্জেন্টিনার অন্যান্য ফুটবলাররা মার্টিনেজকে সেখান থেকে টেনে সরিয়ে নেন।

সকাল ৬টার জায়গায় সাড়ে ৬টা নাগাদ ম্যাচ শুরু হয়। ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, একমাত্র নিকোলাস ওটামেন্ডির গোলে ব্রাজিলের বিরুদ্ধে জিতেছে আর্জেন্টিনা। জয় দিয়ে বছরটা শেষ হল লিওনেল মেসির। এই ম্যাচের আগে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। এ বার ব্রাজিলকে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্জেন্টিনা।