AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: মায়ামিতে মেসি কেন মজেছেন মার্ভেল প্রেমে? প্রকাশ্যে আনলেন কারণ

Inter Miami: ইন্টার মায়ামিতে পথচলা শুরু করার পর থেকে লিওনেল মেসিকে মার্ভেল চরিত্রদের ভঙ্গিমায় একের পর এক সেলিব্রেশন করতে দেখা গিয়েছে।

Lionel Messi: মায়ামিতে মেসি কেন মজেছেন মার্ভেল প্রেমে? প্রকাশ্যে আনলেন কারণ
মায়ামিতে মেসি কেন মজেছেন মার্ভেল প্রেমে? প্রকাশ্যে আনলেন কারণImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 8:31 AM
Share

মায়ামি: নাহ… এ কোনও প্রোমোশনাল স্ট্র্যাটেজি নয়। বরং নিখাতই ভালোবাসার খাতিরে মায়ামিতে গোল পেলেই লিওনেল মেসি (Lionel Messi) করছেন মার্ভেল চরিত্র নির্ভর সেলিব্রেশন। আসলে লিওনেল মেসিকে ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে আপাতত তিনটি ম্যাচে দেখা গিয়েছে গোল করার পর সেলিব্রেশন করার জন্য তিনি মার্ভেল চরিত্রকে বেছে নিয়েছেন। এমন ভাবে গোল উদযাপনের কারণ কী? তা নিয়ে অনেকেই নিজেদের মতামত পেশ করেছিলেন। এ বার মেসি খোদ জানালেন তাঁর গোলের পর সুপারহিরো সেলিব্রেশনের আসল কারণ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এখনও অবধি মেসিকে দেখা গিয়েছে মার্ভেল চরিত্র থর, ব্ল্যাক প্যান্থার এবং স্পাইডারম্যানের মতো ভঙ্গিমা করে গোল সেলিব্রেট করতে। আরও ভালো করে বললে মেসি এই তিন সুপারহিরো চরিত্রের করা আইকনিক দৃশ্য বেছে নিয়েছেন গোল উদযাপনের জন্য।

সম্প্রতি মায়ামি হেরল্ডে মেসি জানিয়েছেন, তাঁর এই সুপারহিরো সেলিব্রেশনের নেপথ্যে কী কারণ। তিনি বলেন, ‘আমার তিন সন্তান এখনও ভ্যাকেশন মোডে রয়েছে। ওদের স্কুল এখনও শুরু হয়নি। তাই আমরা প্রতিদিন রাতে মার্ভেল সুপারহিরোর সিনেমা দেখি। ওরাই আমাকে একদিন বলে, যখন আমি কোনও ম্যাচে গোল করব তখন যেন মার্ভেলের সুপারহিরোদের মতো ভঙ্গিতে গোল সেলিব্রেট করি। এইভাবেই এই সুপারহিরো সেলিব্রেশন করাটা শুরু করেছি। এ বার এটাকে অভ্যাসে পরিণত করছি।’

লিওনেল মেসি মাঠে তো বটেই, বাড়িতে তাঁর তিন সন্তানের কাছেও সত্য়িকারের সুপারহিরো। তাই মেসির মায়ামিতে সুপারহিরো সেলিব্রেশনে মুগ্ধ তাঁর ফ্যানেরা। উল্লেখ্য, এখনও অবধি মেসি মায়ামির হয়ে ৫টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৮টি গোল। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের এই পারফরম্যান্স দেখে সকলেই বলছেন, মায়ামির জার্সিতে প্রতি ম্যাচে ফুল ফোটাচ্ছেন মেসি।