Lionel Messi: মায়ামিতে মেসি কেন মজেছেন মার্ভেল প্রেমে? প্রকাশ্যে আনলেন কারণ
Inter Miami: ইন্টার মায়ামিতে পথচলা শুরু করার পর থেকে লিওনেল মেসিকে মার্ভেল চরিত্রদের ভঙ্গিমায় একের পর এক সেলিব্রেশন করতে দেখা গিয়েছে।

এখনও অবধি মেসিকে দেখা গিয়েছে মার্ভেল চরিত্র থর, ব্ল্যাক প্যান্থার এবং স্পাইডারম্যানের মতো ভঙ্গিমা করে গোল সেলিব্রেট করতে। আরও ভালো করে বললে মেসি এই তিন সুপারহিরো চরিত্রের করা আইকনিক দৃশ্য বেছে নিয়েছেন গোল উদযাপনের জন্য।
Lionel Messi’s Celebrations in The Last Two Games :
▶ Thor Celebration
▶ Wakanda Forever Celebration
Messi 🤝 Marvel 😍
Messi is a Marvel fan 💙#Messi𓃵 #Marvel pic.twitter.com/Hfcki9Jrl1— 千 卂 ㄥ ㄒ 凵 (@itzfaltu) August 8, 2023
This angle of Lionel Messi’s spiderman celebration 🤓pic.twitter.com/APSGKkzCqv
— 𝑯𝒂𝒓𝒓𝒊𝒔𝒐𝒏 (@harrisonfcb4) August 12, 2023
সম্প্রতি মায়ামি হেরল্ডে মেসি জানিয়েছেন, তাঁর এই সুপারহিরো সেলিব্রেশনের নেপথ্যে কী কারণ। তিনি বলেন, ‘আমার তিন সন্তান এখনও ভ্যাকেশন মোডে রয়েছে। ওদের স্কুল এখনও শুরু হয়নি। তাই আমরা প্রতিদিন রাতে মার্ভেল সুপারহিরোর সিনেমা দেখি। ওরাই আমাকে একদিন বলে, যখন আমি কোনও ম্যাচে গোল করব তখন যেন মার্ভেলের সুপারহিরোদের মতো ভঙ্গিতে গোল সেলিব্রেট করি। এইভাবেই এই সুপারহিরো সেলিব্রেশন করাটা শুরু করেছি। এ বার এটাকে অভ্যাসে পরিণত করছি।’
লিওনেল মেসি মাঠে তো বটেই, বাড়িতে তাঁর তিন সন্তানের কাছেও সত্য়িকারের সুপারহিরো। তাই মেসির মায়ামিতে সুপারহিরো সেলিব্রেশনে মুগ্ধ তাঁর ফ্যানেরা। উল্লেখ্য, এখনও অবধি মেসি মায়ামির হয়ে ৫টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৮টি গোল। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের এই পারফরম্যান্স দেখে সকলেই বলছেন, মায়ামির জার্সিতে প্রতি ম্যাচে ফুল ফোটাচ্ছেন মেসি।