World Cup Qualifiers 2022: ক্লাব বনাম দেশ বিতর্কের মাঝেই অনুশীলনে মেসি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 09, 2021 | 4:18 PM

হাঁটুর চোটে অনেক দিন ধরেই ভুগছেন আর্জেন্টাইন সুপারস্টার। চোট এতটাই গুরুতর ছিল যে, প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint Germain) হয়ে অনেক দিন মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্রামে থাকাকালীনই জাতীয় দলের ম্যাচ খেলতে উড়ে যান এলএম টেন। আর এতেই শুরু হয় বিতর্ক। হাঁটুর চোটে কাবু মেসি জাতীয় দলের ম্যাচ খেললে চোট আরও বাড়তে পারে। সেক্ষেত্রে সমস্যায় পড়বে পিএসজি (PSG)।

World Cup Qualifiers 2022: ক্লাব বনাম দেশ বিতর্কের মাঝেই অনুশীলনে মেসি
লিওনেল মেসি। ছবি: টুইটার

Follow Us

বুয়েনস আইরেস: ক্লাব বনাম দেশ বিতর্কের মাঝেই অনুশীলনে নেমে পড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। প্রাক বিশ্বকাপের ম্যাচের আগে আর্জেন্টিনার (Argentina) জার্সিতে অনুশীলন শুরু এলএম টেনের (LM 10)। শনিবারই প্রাক বিশ্বকাপের ম্যাচে সুয়ারেজদের সামনে আর্জেন্টিনা। আর ১৭ তারিখ ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে খেলবেন মেসিরা।

 

হাঁটুর চোটে অনেক দিন ধরেই ভুগছেন আর্জেন্টাইন সুপারস্টার। চোট এতটাই গুরুতর ছিল যে, প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint Germain) হয়ে অনেক দিন মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্রামে থাকাকালীনই জাতীয় দলের ম্যাচ খেলতে উড়ে যান এলএম টেন। আর এতেই শুরু হয় বিতর্ক। হাঁটুর চোটে কাবু মেসি জাতীয় দলের ম্যাচ খেললে চোট আরও বাড়তে পারে। সেক্ষেত্রে সমস্যায় পড়বে পিএসজি (PSG)। তাই মেসিকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্যারিসের প্রভাবশালী ক্লাব। যা নিয়ে সুরও চড়িয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো (Leonardo)। তবে সে সব তোয়াক্কা করেই দেশের হয়ে খেলতে মাঠে নেমে পড়লেন মেসি।

 

 

আজ থেকে প্রাক বিশ্বকাপের অনুশীলন শুরু করল আর্জেন্টিনা। বাকি ফুটবলাররা একসঙ্গে প্র্যাকটিস করলেও লিওনেল মেসি আর পারেদেস অবশ্য আলাদা অনুশীলনই করেন। সূত্রের খবর, আর্জেন্টিনার মেডিক্যাল টিম মেসিকে উরুগুয়ে আর ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য সবুজ সংকেত দিয়েছে। আর এখানেই আপত্তি পিএসজির স্পোর্টিং ডিরেক্টরের। তিনি বলেন, ‘একজন ফুটবলার পুরো ফিট না হওয়া সত্ত্বেও তাকে মাঠে নামানো অনেক ঝুঁকির।’ টিম সূত্রের খবর, শনিবার উরুগুয়ের বিরুদ্ধে হয়তো মেসিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ম্যানেজমেন্ট। তবে ১৭ তারিখ ব্রাজিলের বিরুদ্ধে মাঠে হয়তো দেখা যেতে পারে আর্জেন্টাইন সুপারস্টারকে।

 

আরও পড়ুন: Syed Mustaq Ali T20: নতুন ইতিহাস রচনা অক্ষয়ের

Next Article