Lionel Messi: বার্সায় ফিরতে চান মেসি

এক সাক্ষাত্‍কারে মেসি বলেন, 'আমি সব সময়ই চেয়েছি বার্সাকে কিছু ফিরিয়ে দিতে। ক্লাবের ভালোর কাছে নিজেকে সমর্পণ করতে চাই। টেকনিক্যাল সেক্রেটারি হয়ে ফিরতে পারলে খুব খুশি হব। আমি জানিনা সেটা বার্সেলোনায় হবে কিনা। তবে বার্সায় না হলেও অন্যত্র টেকনিক্যাল সেক্রেটারির দায়িত্ব পালন করতে চাই।'

Lionel Messi: বার্সায় ফিরতে চান মেসি
মেসি বার্সেলোনা। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 01, 2021 | 2:44 PM

প্যারিস: বার্সেলোনায় (FC Barcelona) ফিরতে চান লিওনেল মেসি (Lionel Messi)। এক সাক্ষাত্‍কারে নিজের ইচ্ছের কথা প্রকাশ আর্জেন্টাইন (Argentina) সুপারস্টারের। এ বছরই বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে (Paris Saint Germain) যোগ দেন এলএম টেন (LM 10)। দীর্ঘ দু’দশকের সম্পর্ক ত্যাগ করে প্যারিসে পাড়ি দেন মেসি। কিন্তু দু’মাস যেতে না যেতেই পুরনো ক্লাবে ফেরার ইচ্ছে প্রকাশ মেসির।

বার্সেলোনায় ফিরলেও ফুটবলার হিসেবে পুরনো ক্লাবে ফিরতে চান না মেসি। নতুন ভূমিকায় ফিরতে চান। বুটজোড়া তুলে রাখার পর টেকনিক্যাল সেক্রেটারির (Technical Secretary) ভূমিকায় ফিরতে চান কাতালান ক্লাবে। এক সাক্ষাত্‍কারে মেসি বলেন, ‘আমি সব সময়ই চেয়েছি বার্সাকে কিছু ফিরিয়ে দিতে। ক্লাবের ভালোর কাছে নিজেকে সমর্পণ করতে চাই। টেকনিক্যাল সেক্রেটারি হয়ে ফিরতে পারলে খুব খুশি হব। আমি জানিনা সেটা বার্সেলোনায় হবে কিনা। তবে বার্সায় না হলেও অন্যত্র টেকনিক্যাল সেক্রেটারির দায়িত্ব পালন করতে চাই।’ একই সঙ্গে মেসি যোগ করে বলেন, ‘যদি আমার কাছে কোনও সুযোগ আসে আমি বার্সেলোনাকে অনেক কিছু ফিরিয়ে দেব। কারণ ওই ক্লাবের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার ভালোবাসা জড়িয়ে আছে ওখানে। বার্সাতে খেলেই আমার বেড়ে ওঠা, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠা।’

২০০০ সালে বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন মেসি। একুশ বছরের দীর্ঘ সম্পর্ক। সিনিয়র কেরিয়ারে সমস্ত সাফল্য পেয়েছেন বার্সাতে খেলেই। ২০০৫ সালে সিনিয়র দলে যোগ দেন। দীর্ঘ ১৬ বছর খেলেন কাতালান ক্লাবে। বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল রয়েছে মেসির। আগস্টে ক্লাব ছাড়ার সময়ও মেসির চোখে দেখা যায় জল। অগণিত ভক্তদের হৃদয়ে মন খারাপের রিংটোন বাজিয়েই বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। ২ বছরের চুক্তিতে যোগ দেন প্যারিস সাঁ জাঁ-য়।

 

আরও পড়ুন: নতুন বইয়ে ফের সৌরভ বিতর্কের উত্থাপন গ্রেগ চ্যাপেলের