Lionel Messi in Kolkata: কলকাতায় রাজুদার পকেট পরোটা খাবেন মেসি! সঙ্গে আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ!

ডিসেম্বরে ভারত সফরে আসছেন লিওনেল মেসি। সঙ্গে আসতে পারেন রডরিগো ডি'পল, ডেকোরাও। আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ফুটবলারের নাম ভাসছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যদিও এলএম টেন। কলকাতা, দিল্লি, মুম্বইয়ের সঙ্গে আমেদাবাদ সফরও রয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। কলকাতায় দ্বিতীয়বার পা রাখবেন।

Lionel Messi in Kolkata: কলকাতায় রাজুদার পকেট পরোটা খাবেন মেসি! সঙ্গে আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ!
কলকাতায় রাজুদার পকেট পরোটা খাবেন মেসি! সঙ্গে আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ!

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 11, 2025 | 12:57 PM

কলকাতা: একটা প্লেটে তিনটে পরোটা। আনলিমিটেড তরকারি। একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচালঙ্কা। দাম মাত্র ৩০ টাকা। যাতে হয় না ট্রেনের টিকিট– শিয়ালদা স্টেশন চত্বরে ঢুঁ মারলেই শোনা যাবে এই হাঁক ডাক। রাজুদার পকেট পরোটা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিখ্যাত এই রাজুদা। ফুডব্লগারদের দৌলতে রাজুদার পকেট পরোটার রমরমা। নিমেষেই শেষ হয়ে যায়। সেই রাজুদার পরোটা এবার চেখে দেখতে পারেন লিওনেল মেসি! গল্প হলেও সত্যি হতেই পারে। সৌজন্যে অবশ্যই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।

ডিসেম্বরে ভারত সফরে আসছেন লিওনেল মেসি। সঙ্গে আসতে পারেন রডরিগো ডি’পল, ডেকোরাও। আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ফুটবলারের নাম ভাসছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যদিও এলএম টেন। কলকাতা, দিল্লি, মুম্বইয়ের সঙ্গে আমেদাবাদ সফরও রয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। কলকাতায় দ্বিতীয়বার পা রাখবেন। এবারে নামের পাশে জুড়েছে বিশ্বজয়ীর তকমা। যুবভারতীতে মেসিকে দেখার জন্য অনলাইনে টিকিট ছাড়া হলেও মুহূর্তের মধ্যে তা সোল্ড আউট হয়ে যাচ্ছে। মেসির কলকাতা সফর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং। এআইয়ের মাধ্যমে তো বেশ কিছু ছবিও ভাইরাল হয়ে গিয়েছে।

কলকাতার বেশ কিছু দর্শনীয় স্থানের সামনে মেসির ছবিকে রেখে যেমন ভাইরাল করা হচ্ছে, তেমনই বেশ কিছু ট্রোলিংয়ের ছবিও করছেন নেটিজেনরা। তার মধ্যেই জুড়েছে শিয়ালদা স্টেশনে এক পরোটা বিক্রেতার সঙ্গে মেসির এআই ছবি। বিষয়টি নিয়ে অনেকে মজা ঠাট্টা করলেও, এটাকে গুরুত্ব সহকারে দেখেছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। যিনি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ভারতে নিয়ে আসার ভূমিকা নিয়েছেন।

মেসির সঙ্গে সেই পরোটা বিক্রেতার ভাইরাল হওয়া এআই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শতদ্রুর পোস্ট, ‘একটা কথা দিলাম, এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসিকে মিট করবেন। আমি দেখা করাব।’