Lionel Messi: স্বপ্ন পূরণের পর খোলা চিঠি লিখলেন লিও

স্বপ্ন পূরণের আনন্দে এক মুহূর্ত সোনার ট্রফি হাত ছাড়া করছেন না লিও। ঘুমের মধ্যেও আগলে রাখছেন সাধের বিশ্বকাপ।

Lionel Messi: স্বপ্ন পূরণের পর খোলা চিঠি লিখলেন লিও
বহু প্রতিক্ষিত সোনালি ট্রফির স্বাদ চেটেপুটে নিচ্ছেন লিওImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 11:58 AM

বুয়েনস আইরস: তিন দশকের স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ (FIFA World Cup 2022)  নিয়ে দেশে ফিরেছেন লিওনেল মেসি (Lionel Messi)। শেষ বার মারাদোনা হাসি ফুটিয়েছিলেন আর্জেন্টিনাবাসীর মুখে। দীর্ঘ ৩৬ বছর পর আবার লা আলবিসেলেস্তেরা হাসছেন মেসির জন্য। বহু প্রতীক্ষার পর সোনালি ট্রফি এসেছে দেশে, সেই খুশিতে মঙ্গলবার জাতীয় ছুটি পালিত হয়েছে আর্জেন্টিনায় (Argentina)। স্বপ্ন পূরণের আনন্দে এক মুহূর্ত সোনার ট্রফি হাত ছাড়া করছেন না লিও। ঘুমের মধ্যেও আগলে রাখছেন সাধের বিশ্বকাপ। এ বার জয়ের আবেগে খোলা চিঠি লিখলেন আর্জেন্টিনার ক্যাপ্টেন। চিঠিতে কী লিখলেন তিনি? তুলে ধরল TV9 Bangla

জয়ের পর চিঠিতে লিও লিখেছেন, “গ্র্যান্ডোলি থেকে কাতার। প্রায় ৩০ বছর। বিশ্বকাপ জিততে তিন দশকের কাছাকাছি সময় লাগল আমাদের। দুঃখ, আনন্দ আমি সব মিলিয়ে ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি আজীবন। তাই চেষ্টা ছাড়িনি কোনওদিন। কখনও হাল ছাড়বো না বিশ্বাস ছিল।” লিওর চিঠিতে উঠে এসেছে কিংবদন্তি মারাদোনার কথাও। তিনি লেখেন, “এই বিশ্বকাপটা দিয়েগোর জন্য। তিনি আমাদের স্বর্গ থেকে উৎসাহিত করেছেন। এই বিশ্বকাপটি তাঁদের সকলের জন্য যাঁরা ফলাফলের আশা না করে, সব সময় জাতীয় দলকে উৎসাহিত করেছেন। তাদের জন্য যারা রিজার্ভ বেঞ্চে বসে থেকেছে, খেলার সুযোগ না পেয়ে। ২০১৪ সালে যারা বিশ্বকাপ জয়ের কাছে পৌঁছেও জিততে পারেনি, এই বিশ্বকাপ তাঁদেরও। সকলের একটাই আকাঙ্খা ছিল। সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না। আমাদের দলটা সত্যিই খুব সুন্দর। কোচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ — ওঁদের হয়তো সকলে চেনেন না। ওঁরাও এই স্বপ্নটা সফল করার জন্য একইভাবে দিনরাত এক করে পরিশ্রম করেছেন।’’

View this post on Instagram

A post shared by Leo Messi (@leomessi)

সব শেষে ম্যাজিশিয়ানের কথায় উঠে এসেছে ব্যার্থতার প্রসঙ্গও। মেসির কথায়, “ব্যর্থতাও সাফল্যের পথের সঙ্গী। ব্যর্থতা ছাড়া সাফল্যের স্বাদ পাওয়া সম্ভব নয়।” একইসঙ্গে মনের গভীর থেকে আর্জেন্টিনাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন লিও। চিঠির শেষে তিনি লেখেন, “এগিয়ে চলো আর্জেন্টিনা….” তিন দশক পর আবেগে ভাসছেন মেসি। বহু প্রতিক্ষিত সোনালি ট্রফির স্বাদ তাই চেটেপুটে নিচ্ছেন। এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করছেন না সাধের ট্রফি। ঘুম থেকে ওঠা থেকে ঘুমনো পর্যন্ত সব সময়ই জাপটে রয়েছেন সোনার ট্রফি। নিজের সোশ্যাল মিডিয়াতেই এই সব মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি। স্বপ্ন পূরণের আনন্দ হয়তো এই রকমই হয়!