Premier League: বার্নলেকে হারিয়ে প্রতিশোধ লিভারপুলের
গত জানুয়ারিতে এই অ্যানফিল্ডেই লিভারপুলের অপরাজিত রেকর্ড ভেঙে দিয়েছিল বার্নলে। তারপর ঘরের মাঠে টানা ৬টা ম্যাচ হারে লিভারপুল। এ বার সেই বার্নলেকে হারিয়েই মধুর প্রতিশোধ নিল জুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ড: ১৮ মাস পর অ্যানফিল্ডে দর্শকভর্তি স্টেডিয়ামের সামনে জয় পেল লিভারপুল (Liverpool )। কোভিডের কারণে গত বছর দর্শকশূন্য স্টেডিয়ামেই হয়েছিল ইপিএল (EPL)। এ বার আর সেই বাধা নেই। তবে দর্শকদের মাঠে আসার জন্য মানতে হচ্ছে কোভিড বিধি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লিভারপুল জিতলেও সেটা ছিল রেডসদের অ্যাওয়ে ম্যাচ। এ বার ঘরের মাঠে দুরন্ত জয় সালাহদের।
বার্নলেকে (Burnley) ২-০ গোলে হারাল লিভারপুল। গত জানুয়ারিতে এই অ্যানফিল্ডেই লিভারপুলের অপরাজিত রেকর্ড ভেঙে দিয়েছিল বার্নলে। তারপর ঘরের মাঠে টানা ৬টা ম্যাচ হারে লিভারপুল। এ বার সেই বার্নলেকে হারিয়েই মধুর প্রতিশোধ নিল জুর্গেন ক্লপের দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও খেলার প্রথমার্ধে লিভারপুলকে এগিয়ে দেন দিয়োগো জোটা। ১৮ মিনিটে ভ্যান ডিকের সেন্টার থেকে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন পর্তুগিজ সেনসেশন (১-০)।
Another three points, another clean sheet for @LFC ?#LIVBUR pic.twitter.com/X2ArXv4lZl
— Premier League (@premierleague) August 21, 2021
৩১ মিনিটে অফসাইডের কারণে মোহামেদ সালাহর গোল বাতিল হয়। খেলার ৬৯ মিনিটে বার্নলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সাদিও মানে। দুরন্ত ভলিতে গোল করেন সেনেগালের তারকা ফুটবলার (২-০)। এখন এক সপ্তাহের বিশ্রাম। পরের শনিবার (২৮ আগস্ট) চেলসির বিরুদ্ধে মাঠে নামবেন সালাহ-মানেরা।
আরও পড়ুন: AFC Cup: বসুন্ধরার পয়েন্ট নষ্টে সুবিধে রয় কৃষ্ণাদের