AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Cup: বসুন্ধরার পয়েন্ট নষ্টে সুবিধে রয় কৃষ্ণাদের

বাংলাদেশের বসুন্ধরার পরবর্তী ম্যাচ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। অপরদিকে সুনীল ছেত্রীরা খেলবেন মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে।

AFC Cup: বসুন্ধরার পয়েন্ট নষ্টে সুবিধে রয় কৃষ্ণাদের
AFC Cup: বসুন্ধরার পয়েন্ট নষ্টে সুবিধে রয় কৃষ্ণাদের (সৌজন্যে-বেঙ্গালুরু এফসি টুইটার)
| Edited By: | Updated on: Aug 21, 2021 | 7:26 PM
Share

বেঙ্গালুরু এফসি-০ : বসুন্ধরা কিংস- ০

মালে: এটিকে মোহনবাগানের কাছে হারের পর বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) সঙ্গে গোলশূন্য ড্র করলেন সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) ড্রয়ে কিছুটা হলেও সুবিধে হল এটিকে মোহনবাগানের। এএফসির কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মলদ্বীপের মাজিয়া এফসিকে হারায় বাংলাদেশের বসুন্ধরা কিংস। তাই এদিন বেঙ্গালুরুর কাছে রবসনরা আটকে যাওয়ায় মাজিয়ার বিরুদ্ধে নামার আগেই অ্যাডভান্টেজে রয় কৃষ্ণারা।

ম্যাচে দুই শিবিরই বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও গোল করতে ব্যর্থ হয়। বসুন্ধরার রবসনকে আটাকাতে হিমসিম খেতেও দেখা যায় বেঙ্গালুরুর ডিফেন্ডারদের। তবে খেলার প্রথমার্ধে বেঙ্গালুরু এফসির প্রাধান্যই ছিল বেশি। দ্বিতীয়ার্ধের শুরুতেই রবসনের গোলে এগিয়ে যেতে পারত বসুন্ধরা। গোল লাইন সেভ করে বেঙ্গালুরু। গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে বিএফসি-ও। অ্যালান কোস্তার হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়ে গোললাইনের সামনে ড্রপ খেয়ে ফিরে আসে।

শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই ম্যাচ শেষ হয়। ২ ম্যাচে বেঙ্গালুরু এফসির পয়েন্ট ১। সমসংখ্যক ম্যাচে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৪ পয়েন্ট। বাংলাদেশের বসুন্ধরার পরবর্তী ম্যাচ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। অপরদিকে সুনীল ছেত্রীরা খেলবেন মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে।