East Bengal: ‘লুজ়াররা অজুহাত খোঁজে…’, বলছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ
Carles Quadrat Comment: সামনে জাতীয় দলের বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে। ইস্টবেঙ্গলের প্লেয়ারও থাকবেন। অনেককেই হয়তো আপনি বিভিন্ন সময় পাবেন না। এর সঙ্গে কীভাবে মানিয়ে নেবেন?

ভারতের ক্লাবে প্রথম বার কোচিং করাচ্ছেন, তা নয়। এ দেশে কোচিং করানো বিদেশি কোচেদের মধ্যে অন্যতম সফল কার্লেস কুয়াদ্রাত। এ বার ইস্টবেঙ্গলের দায়িত্বে এই স্প্যানিশ কোচ। দীর্ঘ কোচিং কেরিয়ারের নানা সাফল্য পেয়েছেন। এ দিন সাংবাদিকদের সঙ্গে মিলিত হন এই স্প্যানিশ কোচ। প্রায় আধঘণ্টার সাংবাদিক সম্মেলনে নানা বিষয়েই কথা বললেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কোচিং কেরিয়ারে এটাই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ? কার্লেসের কথায়, ‘এখান থেকে প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছিল, এটা নতুন চ্যালেঞ্জ। আমি যে ধরনের প্লেয়ার চেয়েছিলাম, পেয়েছি। সার্বিক ভাবে আমারও মনে হয়, কোচ হিসেবে কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই।’
সামনে জাতীয় দলের বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে। ভারতীয় টিমে ইস্টবেঙ্গলের প্লেয়াররাও থাকবেন। অনেককেই হয়তো আপনি বিভিন্ন সময় পাবেন না। এর সঙ্গে কী ভাবে মানিয়ে নেবেন? কুয়াদ্রাতের যুক্তি, ‘এই সমস্যাটা শুধু আমাদের নয়। বিভিন্ন ক্লাবের প্লেয়াররা জাতীয় দলে খেলবেন। আমি এর মধ্যে কোনও অজুহাত দিতে চাই না। লুজ়াররা অজুহাত খোঁজে, উইনাররা সমাধান।’
বেঙ্গালুরু এফসি-তে কোচিংয়ের সময় আপনার টিমের সাফল্য পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাঝমাঠের। এখানে আপনার মিডফিল্ডে কি সেই দক্ষতা রয়েছে? লাল-হলুদের কোচ বলে দিলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। আমরা এমন কিছু প্লেয়ার নেওয়ার দিকে মন দিয়েছি, যারা মিডফিল্ড, সেন্ট্রাল ডিফেন্স, যে কোনও পজিশনে খেলতে পারে। তাদের সে ভাবেই প্রস্তুত করার চেষ্টা করছি।’
আপনি বললেন, বেঙ্গালুরু এফসি একটা প্রজেক্ট ছিল, সেটা দাঁড় করানোর জন্য সময় দিতে হত। আপনি বার্সেলোনায় কাটিয়েছেন, সুতরাং বার্সেলোনা হোক কিংবা ইস্টবেঙ্গল, যে ক্লাবে প্রচুর সমর্থক, তাদের ক্ষেত্রে বেশি সময় পাওয়া সম্ভব নয়। আপনি বিষয়টাকে কী ভাবে দেখছেন? কার্লেসের কথায়, ‘প্রত্যেক টিমের ক্ষেত্রেই সময় প্রয়োজন। আইএসএলের ক্লাবগুলোর দিকে তাকিয়ে দেখুন। যাঁদের সফল কোচ বলা হচ্ছে বা যে ক্লাবগুলো সাফল্য পেয়েছে, তাদের কিন্তু অনেকটা সময় লেগেছিল। ইস্টবেঙ্গলে আমি প্রথম দিন থেকেই টিম ম্যানেজমেন্টের সাপোর্ট পাচ্ছি। ওরা সব রকম ভাবে আমাকে সাহায্য করছে।’
