AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lothar Matthaus: রোনাল্ডো না মেসি? কাকে সেরা বাছলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক?

Bengal Super League: বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর সেই উপলক্ষ্যেই কলকাতায় আসা নব্বইয়ের ব্যালন ডি'ওর জয়ী ফুটবলারের। কলকাতায় দ্বিতীয়বার এলেন। রবিবারের সকালে খুদে ফুটবলারদের সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটালেন। শেখালেন ফুটবলের পাঠ।

Lothar Matthaus: রোনাল্ডো না মেসি? কাকে সেরা বাছলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক?
রোনাল্ডো না মেসি? কাকে সেরা বাছলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক?
| Edited By: | Updated on: Nov 16, 2025 | 3:51 PM
Share

কলকাতা: শহরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ (Lothar Matthaus)। বেঙ্গল সুপার লিগের (Bengal Super League) ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর সেই উপলক্ষ্যেই কলকাতায় আসা নব্বইয়ের ব্যালন ডি’ওর জয়ী ফুটবলারের। কলকাতায় দ্বিতীয়বার এলেন। রবিবারের সকালে খুদে ফুটবলারদের সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটালেন। শেখালেন ফুটবলের পাঠ। লোথার ম্যাথাউজের মাস্টারক্লাসে হাজির ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী। অটোগ্রাফ দিয়ে আবদারও মেটালেন ৬৪ বছরের বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা।

Lothar Matthaus At Kolkata

লোথার ম্যাথাউজের মাস্টারক্লাসে হাজির ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী। (নিজস্ব চিত্র)

মেসি না মারাদোনা? কে সেরা? লোথারের উত্তর, তাঁর সময়ে সেরা মারাদোনা। আর এখন ২০ বছর ধরে বিশ্ব ফুটবলে দাপট দেখাচ্ছেন মেসি। রোনাল্ডোকে ভাল ফুটবলারের সার্টিফিকেট দিলেও মেসিকেই সেরা বেছে নিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। লোথার বললেন, ‘আমার সময়ে ফুটবল আর এখন সময়ের ফুটবলের মধ্যে তফাৎ। আমার আর মারাদোনার মধ্যে মাঠে শত্রুতা থাকলেও, মাঠের বাইরে আমরা ভাল বন্ধু ছিলাম। আমার সময়ে মারাদোনা সেরা ছিল। এখন বিগত কুড়ি বছর ধরে মেসি বিশ্ব ফুটবলকে শাসন করছে। আমি মেসির ফ্যান। মেসিই সেরা।’

Lothar Matthaus

কলকাতায় দ্বিতীয়বার এলেন লোথার ম্যাথাউজ। (নিজস্ব ছবি)

ভারতীয় ফুটবল নিয়েও মুখ খুললেন তিনি। লোথারের জবাব, ‘দেশের ফুটবল ফেডারেশন আর প্রশাসনকে বুঝতে হবে ফুটবল বিশ্বের একনম্বর খেলা। তাহলেই বিশ্বকাপে আগামী দিনে খেলার স্বপ্ন সত্যি হতে পারে।’ এ দেশের শীর্ষ লিগে প্রোমোশন-রেলিগেশন নেই। ভারতীয় ফুটবলের উন্নতি কি তাতে সম্ভব? লোথারের উত্তর, ‘আমেরিকাতেও প্রোমোশন-রেলিগেশন নেই। পুরোটাই দেশের ফুটবল ফেডারেশনের উপর নির্ভর করে তারআ কিভাবে চালাতে চায়। তবে আমার মনে হয় ভাল প্রতিযোগিতার জন্য প্রমোশন, রেলিগেশন পদ্ধতি দরকার।’