কারাবাও কাপের ফাইনালে থাকছে দর্শক

কারাবাও কাপের ফাইনালে (Carabao Cup Final) দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইউরোপের প্রশাসন।

কারাবাও কাপের ফাইনালে থাকছে দর্শক
কারাবাও কাপের ফাইনালে থাকছে দর্শক

Apr 04, 2021 | 5:23 PM

ম্যাঞ্চেস্টার: ইংলিশ ফুটবল লিগে করোনা পরিস্থিতিতে ফিরতে চলেছে দর্শক। কারাবাও কাপের ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইউরোপের প্রশাসন। ২৫ এপ্রিল কারাবাও কাপের ফাইনাল (Carabao Cup Final)। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) বনাম টটেনহাম হটস্পারের (Tottenham) ম্যাচে ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

 

ম্যাঞ্চেস্টার সিটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যের সরকার ইভেন্টস রিসার্চ অনুষ্ঠানের অংশ হিসেবে সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া বিভাগকে ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। ফাইনালে ওঠা দুই দলের সমর্থকরা সম পরিমাণ টিকিট পাবে। অর্থাৎ ২৫ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটির দর্শকরা উপস্থিত থাকতে পারবে।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ম্যাঞ্চেস্টার সিটি

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর কারাবাও কাপের হাত ধরে ইউরোপের ফুটবল লিগে দর্শক ফিরবে। ইউরোপে ফুটবল লিগের আয়োজকরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন মাঠে যেন দর্শক ফিরে আসে। করোনার কারণে পুরো স্টেডিয়াম জুড়ে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বেঁধে দেওয়া হয়েছে দর্শক সংখ্যা। এ বার যুক্তরাজ্যের সরকারের সবুজ সংকেত মেলায় ওয়েম্বলি স্টেডিয়ামে ফিরছে দর্শক।