অপ্রতিরোধ্য ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ২-০ ব্যবধানে লেস্টার সিটিকে (Leicester City) হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। লেস্টার সিটির ঘরের মাঠে তাদের হারালেন জেসুসরা। এই নিয়ে টানা ১৫ টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত গুয়ার্দিওলারা ছেলেরা। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
![গোলশূন্য ম্যাচের প্রথমার্ধ।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/04/5-6.jpg?w=1280&enlarge=true)
1 / 5
![৫৮ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথম গোল বেঞ্জামিন মেন্ডির।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/04/2-6.jpg)
2 / 5
![ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ৭৪ মিনিটে দ্বিতীয় গোল গ্যাব্রিয়েল জেসুসের।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/04/4-7.jpg)
3 / 5
![এই নিয়ে টানা ১৫টি অ্যাওয়ে ম্যাচে জিতেছে গুয়ার্দিওলার ছেলেরা।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/04/3-5.jpg)
4 / 5
![লিগ তালিকার শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি। দু'নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে ১৭ পয়েন্টে এগিয়ে রয়েছে ম্যান সিটি। (সৌজন্যে-টুইটার)](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/04/6-5.jpg)
5 / 5