Manchester United: উনিশের গারনাচোর বিস্ময় গোলে চুপ এভারটন গ্যালারি
EPL, Alejandro Garnacho Wonder Goal: এভারটনের বিরুদ্ধে গারনাচোর এই গোল মনে করায় ম্যান ইউ কিংবদন্তি ওয়েন রুনির এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা। ২০১১ সালের ঘটনা। ম্যাঞ্চেস্টার ডার্বিতে এমনই একটি গোল করেছিলেন ওয়েন রুনি। ওল ট্রাফোর্ডে সেই ডার্বিতে ২-১ ব্যবধানে জিতেছিল ম্যান ইউ। এমনই বাইসাইকেল কিকে গোল করেছিলেন রুনি। ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোও এমন বেশ কিছু গোল করেছেন, যা ইতিহাসে জায়গা করে নিয়েছে। মাত্র ১৯ বছরের উইঙ্গার গারনাচোর গোলকে তাঁদের সঙ্গেই তুলনা করা হচ্ছে।
এভারটন: পরিবেশ-পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ। গডিসন পার্কে চলছে প্রতিবাদ। আর্থিক তছরুপের অভিযোগে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এভারটনের। সমর্থকরা গ্যালারিতে প্রতিবাদ করছেন। নানা লেখার ব্যানার গ্যালারিতে। ম্যাচ শুরু হতেই চিত্রটা বদলে গেল। ম্যাচের বয়স সবে তিন মিনিট। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গারের গোল। সর্বকালের অন্যতম সেরা গোল? ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা গোলের মধ্যে ওপরের সারিতেই থাকবে এই গোল। এ বিষয়ে সন্দেহ নেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইপিএলে এভারটনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আলোচনায় যদিও তিন মিনিটের সেই গোল। ঠিক কী ভাবে বর্ণনা করা যায়! ১৯ বছরের উইঙ্গার ম্যান ইউ বক্স থেকে উঠছিলেন। কিছুক্ষণের জন্য হয়ে উঠলেন উসেইন বোল্ট। এভারটন বক্সে পৌঁছে সেই অর্থে সময়ই পাননি। বাইলাইন থেকে দিয়োগো দালোতের ক্রস। এভারটন গোলের দিকে পিছন ফিরে আলেজান্দ্রো গারনাচো। দালোতের ক্রস আসতেই জাম্প। বাইসাইকেল কিক। এভারটন গোলে ইংল্যান্ডের অন্যতম সেরা গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। গারনাচোর সেই বাইসাইকেল কিকে দর্শকের ভূমিকাতেই থাকতে হল পিকফোর্ডকে। বুঝতে পারছিলেন না ঠিক কী হল! গ্যালারির যাবতীয় প্রতিবাদ থেমে গিয়েছে। পিন পড়ার শব্দ শোনা যাবে, এমন নিস্তব্ধতা। গোল করেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউউউউ সেলিব্রেশন ম্যান ইউয়ের ১৭ নম্বর জার্সির গারনাচোর।
এভারটনের বিরুদ্ধে গারনাচোর এই গোল মনে করায় ম্যান ইউ কিংবদন্তি ওয়েন রুনির এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা। ২০১১ সালের ঘটনা। ম্যাঞ্চেস্টার ডার্বিতে এমনই একটি গোল করেছিলেন ওয়েন রুনি। ওল ট্রাফোর্ডে সেই ডার্বিতে ২-১ ব্যবধানে জিতেছিল ম্যান ইউ। এমনই বাইসাইকেল কিকে গোল করেছিলেন রুনি। ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোও এমন বেশ কিছু গোল করেছেন, যা ইতিহাসে জায়গা করে নিয়েছে। মাত্র ১৯ বছরের উইঙ্গার গারনাচোর গোলকে তাঁদের সঙ্গেই তুলনা করা হচ্ছে।
What are you watching there, @AGarnacho7? 😂👀#MUFC || #EVEMUN pic.twitter.com/5vMNLoqiTX
— Manchester United (@ManUtd) November 26, 2023
দলের তরুণ ফুটবলারের এমন গোল দেখে অবাক ম্যান ইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। গারনাচোর গোলের মান বোঝাতে ব্রুনো বলেন, ‘এমন একটা গোল, যেটা কিনা এভারটন সমর্থকদেরও চুপ করিয়ে দিতে পারে!’ প্রতিপক্ষ এভারটন কোচ শন দাইচে বলেন, ‘ম্যাচের শুরুতেই সেই গোল মাঠের পুরো পরিবেশই বদলে দিয়েছে।’