এক আসনে সম্রাট ও যুবরাজ

একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল। এক আসনে পেলে ও মেসি।

এক আসনে সম্রাট ও যুবরাজ
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 11:59 AM

চলতি বছরটা তার জন্য খুব একটা ভালো কাটেনি। নিজের ছন্দের একেবারেই ধারে কাছে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে বছরটা শেষ করতে চলেছেন ভালোভাবেই গত সপ্তাহে বার্সেলোনার (Barcelona) দশ নম্বর জার্সিতে ৬০০ গোল করার রেকর্ড করেছিলেন মেসি (Messi)। শনিবার রাতে ছুঁয়ে ফেললেন ফুটবল সম্রাট পেলে (Pele) কে।

একটি ক্লাবের হয়ে এতদিন সর্বাধিক গোল করার রেকর্ড ছিল পেলের। স্যান্টোস ক্লাবের হয়ে ৬৪৩ টি গোল করেছিলেন তিনি। শনিবার বার্সেলোনার হয়ে ৬৪৩ টি গোল করলেন মেসি। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে হেডে গোল করে ফুটবল সম্রাট কে স্পর্শ করলেন ফুটবল যুবরাজ।

দুই তারকা রেকর্ড নিয়ে ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। ৬৪৩ গোল করতে পেলের লেগেছিল ৬৬৫ টি ম্যাচ। মেসি এই মাইলস্টোনে পৌঁছলেন ৭৪৮ টি ম্যাচে। তবে মরশুমের হিসেব ধরলে এগিয়ে রয়েছেন লিও মেসি। ৬৪৩ গোল করতে মেসির লাগলো ১৭ টি মরশুম। সেখানে পেলে এই কৃতিত্ব পৌঁছেছিলেন ১৯ টি মরসুমে।