COPA AMERICA 2021 FINAL : মারাকানায় শাপমুক্তি, চ্যাম্পিয়ন আর্জেন্তিনা
champion argentina : ২৮ বছর পর অবশেষে নীল সাদা জার্সি উজ্জ্বলতর হল। আরও একবার। আফশোস একটাই, মেসির হাতে কাপটা দেখে যেতে পারলেন না দিয়েগো মারাদোনা।
রিও ডে জেনেইরাঃ সেই মারাকানা। ফারাক শুধু ৭ বছর। দুঃস্বপ্ন ধুয়ে মুছে সাফ করে এই মারাকানাতেই সাফল্যের ফল্গুধারায় ভেসে গেল আর্জেন্তিনা। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হল মেসির আর্জেন্তিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
¡ACÁ ESTÁ LA COPA! Lionel Messi ??? levantó la CONMEBOL #CopaAmérica y desató la locura de @Argentina
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/PCEX6vtVee
— Copa América (@CopaAmerica) July 11, 2021
এই কোপা আমেরিকার ফাইনালেই ৫ বছর পর আগে চিলির কাছে হেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। আর ৫ বছর পর হয়ত নিজের শেষ কোপা আমেরিকার ফাইনাল শেষে যখন মাঠ ছাড়লেন, তখন মেসির পা মাটিতে নয়। সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছা়ড়ছেন মেসি। মেসির জন্যই বোধ হয় এই কোপা জয়ের অঙ্গীকার করেছিল নীল সাদা জার্সি। আর চ্যাম্পিয়ন হওয়ার পর মেসিকে কোলে তুলে যেভাবে লোফালুফি করলেন, তাতে একটা বিষয় স্পষ্ট- ২৮ বছরের যন্ত্রণা পুষে রাখাটা একটা দলের কাছে কতটা কঠিন।
¡El continente a sus pies! @Argentina levantando en andas a su líder y figura ???
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/5bEgzwcVqp
— Copa América (@CopaAmerica) July 11, 2021
মারাকানা স্টেডিয়ামে আজ যদি ফুটবলের মান বলা হয়, তবে তেমন আহামরি ছিল না। ব্যতিক্রম শুধু মেসি। মাঠ জুড়ে মেসিই যেন ছিলেন। আর্জেন্তিনার দখলে বল মানেই সেখানে মেসি। ব্রাজিল অবশ্য বল পজেশন আর্জেন্তিনার থেকে ভাল রাখলেও, গোলের জন্য হাফচান্সও তেমন পায়নি সেলেকাওরা। অন্যদিকে ম্যাচের ২২ মিনিটে ডি পলের পাস থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে শুরুতেই আত্মবিশ্বাসের তুঙ্গে চলে যায় আর্জেন্তিনা। এরপর কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল শুরু আর্জেন্তিনার। ডিফেন্সে খিল তুলে প্রতিপক্ষকে আটকে রাখাই হয়ে ওঠে স্কালোনির ছক।
¡TREMENDA DEFINICIÓN! Ángel Di María recibió el pase de Rodrigo De Paul y la tiró por arriba de Ederson para el 1-0 de @Argentina
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/OuFUmqipVA
— Copa América (@CopaAmerica) July 11, 2021
Levanta, sacode a poeira e dá a volta por cima Craque! ?#VibraOContinente #CopaAmérica pic.twitter.com/w1oFP9LFWu
— Copa América (@CopaAmerica) July 11, 2021
প্রথমার্ধে ১-০ থাকার পর দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের ফুটবলে তেমন কোনও আক্রমণ ছিল না। ফির্মিনহকে নামিয়েও জয়ের মুখ দেখা দূর কি বাত। গোলের মুখই খুলতে পারেনি নেইমারের ব্রাজিল। আর আর্জেন্তিনার কড়া মার্কিংয়ে নেইমার তখন বোতলবন্দি। গত দুটি ম্যাচে গোল করা প্যাকোয়েতার পারফরম্যান্স অত্যন্ত খারাপ। বাধ্য হয়ে কোচ তিতে প্যাকোয়েতাকে তুলে নিতে বাধ্য হন।
¡Tremendo abrazo entre Lionel Messi y Lionel Scaloni! La figura y el DT ??
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/L6zebjB9gH
— Copa América (@CopaAmerica) July 11, 2021
ম্যাচের ৮৯ মিনিটে মেসি যেভাবে গোলকিপারকে একা পেয়েও পড়ে গিয়ে গোল করতে ব্যর্থ হলেন তাতে হতাশ আর্জেন্তিনা সমর্থকরা। মেসি পা পিছলে পড়ে যান ব্রাজিলের গোলপোস্টের সামনে। মারাকান স্টেডিয়াম নতুন করে তৈরি হয়েছে। এই ম্যাচের আগে তেমন কোনও বড় ম্যাচ খেলা হয়নি। তাই কেমন কন্ডিশনে আছে এই স্টেডিয়াম, তা জানা সম্ভব ছিল না। মাঠ পিচ্ছিলও হয়ে যাচ্ছিল সময় সময়। অবশেষে ১-০ গোলে জিতে স্বপ্নের ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
¡LO LINDO DEL FÚTBOL! Emotivo abrazo entre Messi ?? y Neymar ?? ¡ÍDOLOS!
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/ecknhlv2VI
— Copa América (@CopaAmerica) July 11, 2021
২৮ বছর। যন্ত্রণার ২৮ বছর। আজকের বহু তরুণ আর্জেন্তিনা সমর্থকই প্রথমবার প্রিয় দলকে দেখল কোনও বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় থেকে টপ স্কোরার-আজ মেসির ঝুলিতে। সেরা গোলকিপার আর্জেন্তিনার মার্টিনেজ। ২৮ বছর পর অবশেষে নীল সাদা জার্সি উজ্জ্বলতর হল। আরও একবার। আফশোস একটাই, মেসির হাতে কাপটা দেখে যেতে পারলেন না দিয়েগো মারাদোনা।