জয় দিয়েই আই লিগ শেষ করতে চাইছে মহমেডান
চ্যাম্পিয়ন হতে না পারলেও টিমের পারফরম্যান্সে খুশি কোচ শঙ্করলাল। বলেছেন, 'প্রতি ম্যাচেই দল সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে।
কলকাতা: কলকাতা: স্বপ্ন থাকলেও তা আর পূরণ হয়নি। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আই লিগ (I League) টেবিলের পাঁচ নম্বরে শঙ্করলাল চক্রবর্তীর টিম। চ্যাম্পিয়ন না হতে পারলেও মরসুমের শেষ ম্যাচে সেরাটা দেওয়াই লক্ষ্য মহমেডানের (Mohammedan Sporting)। কাল কল্যাণীতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে তিন পয়েন্টের খোঁজেই নামবে সাদাকালো শিবির। যদি জিততে পারেন পেড্রো মাঞ্জিরা, ২২ পয়েন্ট নিয়ে চারে থাকা পঞ্জাব এফসি পয়েন্ট হারায়, তা হলে চারে থেকে আই লিগ শেষ করতে পারে মহামেডান।
1️⃣Day to go ⚫️⚪️???⚽️??#JaanJaanMohammedan#BlackPanthers pic.twitter.com/Xyor2ydbgw
— Mohammedan SC (@MohammedanSC) March 24, 2021
শঙ্করলাল বলেছেন, ‘অন্য ম্যাচগুলো আমরা যে ভাবে নিয়েছি, ঠিক সে ভাবেই দেখছি এই ম্যাচটাকে। আমরা লিগ টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করতে চেয়েছিলাম। সেটা সম্ভব না হলেও আমরা যতটা সম্ভব ভালো জায়গায় থেকে লিগ শেষ করতে চাই। আই লিগের শেষ ম্যাচটাতে তাই সেরাটাই দিতে চাইছি।’
মহমেডান যখন পাঁচে, তখন আর একধাপ নীচে কাশ্মীর। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তবু কাশ্মীরের টিমকে হালকা নিতে চাইছে না সাদাকালো শিবির। শঙ্করের সাফ কথা, ‘মরসুমের শেষ ম্যাচে নামার আগে প্লেয়াররা ভীষণ ভাবে মোটিভেটেড। টিমে কিছু বদল থাকতে পারে। তবে পুরো টিমই কিন্তু শেষ ম্যাচে দায়বদ্ধতা দেখাতে চাইছে।’
আরও পড়ুন:ওমানের বিরুদ্ধে তারুণ্য দিয়েই বাজিমাত করতে চান স্টিমাচ
অনেক বছর পর এ বার আই লিগে খেলার সুযোগ পেয়েছে মহমেডান। চ্যাম্পিয়ন হতে না পারলেও টিমের পারফরম্যান্সে খুশি শঙ্করলাল। সাদাকালো কোচ বলেছেন, ‘প্রতিটা ম্যাচেই কিন্তু টিম নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে। এর জন্য আমি গর্বিত। তবে টিমের যা গভীরতা, তাতে আরও ভালো কিছু করারই কথা ছিল। বেশ কিছু ভুল করেছি আমরা, যেগুলো এড়ানো যেতে পারত। কিন্তু এখন আর অতীত নিয়ে ভেবে লাভ নেই। হাত থেকে বেরিয়ে গিয়েছে সব। সামনে তাকাচ্ছি।’