Subhasish Bose: প্রতিবাদে রাস্তায় বাগান ক্যাপ্টেন শুভাশিস বোসও; বলছেন, ‘স্ত্রী যদি…’

Aug 19, 2024 | 6:02 PM

RG Kar Case Protest: সামাজিক মাধ্যমে এর আগে প্রতিবাদ করেছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তী। এ ছাড়াও প্রীতম কোটাল, প্রবীর দাসের মতো ফুটবলারও আওয়াজ তুলেছিলেন। এ বার যুবভারতীতে প্রতিবাদে সামিল হতে দেখা গেল সবুজ-মেরুন ক্যাপ্টেন শুভাশিস বোসকে।

Subhasish Bose: প্রতিবাদে রাস্তায় বাগান ক্যাপ্টেন শুভাশিস বোসও; বলছেন, স্ত্রী যদি...
Subhasish Bose: প্রতিবাদে রাস্তায় বাগান ক্যাপ্টেন শুভাশিস বোসও; বলছেন, 'স্ত্রী যদি...'

Follow Us

কলকাতা: একটা ফুটবল ম্যাচ মানে ৯০ মিনিটের লড়াই। ইস্ট-মোহন সমর্থকরা ডার্বি ম্যাচ দেখতে গেলে হয়তো ততক্ষণই প্রতিবাদ করতেন। কিন্তু ডার্বি বাতিল হতেই আরও প্রতিবাদ জোরাল হয়েছে তিন প্রধানের সমর্থকদের। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে প্রতিবাদ শুরু হয়েছিল বিকেলে। বৃষ্টি উপেক্ষা করেই তিন প্রধানের সমর্থকরা স্লোগান তুলেই চলেছেন। ১৮ অগস্ট ২০২৪ একটা ঐতিহাসিক দিন হয়ে রইল। মাঠের বাইরে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান এক হয়ে গিয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে বেনজির প্রতিবাদ। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, প্রতিবাদ আরও জোরাল হয়েছে। যুবভারতীর বাইরে তিন প্রধানের সমর্থকদের মাঝে দেখা গেল মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসকে (Subhasish Bose)

সামাজিক মাধ্যমে এর আগে প্রতিবাদ করেছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তী। এ ছাড়াও প্রীতম কোটাল, প্রবীর দাসের মতো ফুটবলারও আওয়াজ তুলেছিলেন। এ বার যুবভারতীতে প্রতিবাদে সামিল হতে দেখা গেল সবুজ-মেরুন ক্যাপ্টেন শুভাশিস বোসকে। মোহনবাগান ক্যাপ্টেন বলেন, ‘আমি এই প্রতিবাদে যোগ দিয়েছি। কারণ আমি একজন নাগরিক। আর এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার সঙ্গে স্ত্রী রয়েছে। যে যদি রাস্তায় একা বেরোতে ভয় পায়, কী করে হবে। এমন যেন আর কেউ কোনওদিন করতে না পারে, তার জন্য আমাদের সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

হঠাৎ ডার্বি বাতিলের সিদ্ধান্ত কি বুমেরাং হল? যে নিরাপত্তার কারণ দেখিয়ে খেলা বন্ধ করে দেওয়া হল, তা কি একটা অজুহাত? এই প্রশ্নের উত্তরে মোহনবাগানের অধিনায়ক বলেন,’এটা সরকারের সিদ্ধান্ত। কেন নিয়েছে তা আমি জানি না, সেটা নিয়ে কিছু বলতে পারব না।’ কলকাতার রাজপথ আঁকড়ে পড়ে রয়েছেন তিন প্রধানের সমর্থকরা। এই ঘটনা নিয়ে যে ভবিষ্যেতও আলোচনা হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Next Article