Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: বদলা আর কাপ, রবিবার দুইই চাই ফেরান্দোর!

Durand Cup, Kolkata Derby: মরসুমের প্রথম ডার্বিতে হারের ক্ষত থেকে এখনও রক্ত ঝরছে সবুজ-মেরুন শিবিরে। হাতে গরম বদলা নেওয়ার সুযোগ রয়েছে রবিবার। ডার্বি আর ডুরান্ড জয়--- দুটো কাজই সেরে ফেলতে চাইছে মোহনবাগান।

Mohun Bagan: বদলা আর কাপ, রবিবার দুইই চাই ফেরান্দোর!
বদলা আর কাপ, রবিবার দুইই চাই ফেরান্দোর!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 4:31 PM

অপরাজিত থেকে কোনও টুর্নামেন্টের ফাইনালে ওঠার আনন্দই আলাদা। সেই আনন্দের মাত্রা আরও বাড়ে, যখন মুঠোয় আসে খেতাব। এ বারের ডুরান্ড কাপে (Durand Cup 2023) অপরাজিত থেকে ফাইনালে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদের বিরুদ্ধে একমাত্র ম্যাচ হেরে ফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan)। মরসুমের প্রথম ডার্বিতে হারের ক্ষত থেকে এখনও রক্ত ঝরছে সবুজ-মেরুন শিবিরে। হাতে গরম বদলা নেওয়ার সুযোগ রয়েছে রবিবার। ডার্বি আর ডুরান্ড জয়— দুটো কাজই সেরে ফেলতে চাইছে মোহনবাগান। টানা আট বার ডার্বি জিতেছিল সবুজ-মেরুন শিবির। সেই আগ্রাসী জয়ে থাবা বসিয়েছে লাল-হলুদ। ডুরান্ড কাপের ফাইনাল তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের বদলার ম্যাচ হতে চলেছে। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে বদলেছে ইস্টবেঙ্গল। এ দিকে মরসুমের প্রথম ম্যাচের সঙ্গে ভবিষ্যতের ম্যাচের মিল খুঁজতে নারাজ মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ফাইনালের আগে একাধিক প্লেয়ারকে নিয়ে চিন্তিত ফেরান্দো। প্রেস কনফারেন্সে কী বললেন সবুজ-মেরুন কোচ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ডার্বিকে প্রি সিশন হিসেবে দেখছেন মোহনবাগান কোচ। তাঁর কথায়, ‘এই টুর্নামেন্টে আমরা ভালো খেলছি। মুম্বই সিটি এফসিকে হারিয়েছি। আমরা ম্যাচ জিততে চাই। ফাইলা জিতলেই ট্রফি জিতব। দল ৫০% তৈরি। এত ঘনঘন ম্যাচ যে, কোনও ট্রেনিং করার সুযোগ পাইনি। ম্যাচ খেলেছি, রিকভারি করেছি। ইচ্ছে রয়েছে ম্যাচের শেষে আবার ট্রেনিং করব। তবে কোনও ম্যাচ নয়।’ মরসুমের প্রথম ডার্বির সঙ্গে রবিবারের ম্যাচের মিল খুঁজতে চান না মোহনবাগানের স্প্যানিশ কোচ। তাঁর মতে, ‘অতীতের সঙ্গে ভবিষ্যতের কোনও মিল নেই। নতুন ম্যাচ। মাচিন্দ্রা ম্যাচে চাপ ছিল। তবে আমরা ফাইনালে উঠেছি। আগের বারের ইস্টবেঙ্গল ম্যাচের সঙ্গে এ বারের ইস্টবেঙ্গলের কিন্তু কোনও মিল নেই।’

দুই দলই চায় ট্রফি জিততে। আর সেটাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফেরান্দো বলেন, ‘১০ দিনে ৪ ম্যাচ খেলেছি। যদিও এটা কোনও অজুহাত নয়। প্লেয়াররা পরিশ্রম করছে। আমরা আগামিকাল ট্রফি জিততে চাই। ওরা ডুরান্ড কাপে একটাও ম্যাচ হারেনি। ওদের কোচ তাই চাইবে এই ধারাবাহিকতা ধরে রাখতে। ফাইনাল শুধু গুরুত্বপূর্ণ ম্যাচ নয়, খেতাব জয়ের তীব্র লড়াইটাও থাকবে।’

প্রথম একদশ নিয়ে এখনও নিশ্চিত নন ফেরান্দো। বলেন, ‘আমি এখনও নিশ্চিত নই, টিম কী ভাবে সাজাব। রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। আমি খুশি। মুম্বই, গোয়াকে হারিয়েছি। আমাদের উন্নতির সুযোগ রয়েছে। সামনে বড় চ্যালেঞ্জ। তবে ফোকাস একটাই, ট্রফিটা জিততে চাই।’

প্রেস কনফারেন্সে বাগান কোচের পাশে থাকা সবুজ-মেরুন ফুটবলার হেক্টর ইউস্তে বলেন, ‘ডার্বির ব্যাপারে শুনেছি। সবাই মুখিয়ে এই ম্যাচের জন্য। শারীরিক ভাবে হয়তো আমরা ১০০% ফিট নই। মানসিক ভাবে প্রস্তুত। পরপর ম্যাচ। আমাদের কিছু করারও নেই।’

খেতাব জয়ের স্বপ্নে মিশেছে বদলার গন্ধ। মাঠের বাইরে কর্তারাও ফুটছেন। তেতে উঠেছে ময়দান। ডার্বি বলে কথা, তাও আবার ডুরান্ড ফাইনালে। উত্তাপ থাকবে না, হয় নাকি!

ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ — ৪-৪-২ এই ছকে খেলতে পারে মোহনবাগান।

গোলরক্ষক: বিশাল কাইথ

শুভাশিস, হেক্টর, আনোয়ার, আশিস

সাহাল, অনিরুদ্ধ থাপা, হুগো, আশিক,

দিমিত্রি, কামিন্স

মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত